Advertisement
নিউজ

SIR Form Status Check 2025 – দেরি করবেন না! BLO আপনার ফর্ম জমা দিলেন কিনা অনলাইনে চেক করার সহজ পদ্ধতি।

SIR Form Status Check 2025 – পশ্চিমবঙ্গে জোরকদমে এগোচ্ছে ভোটার Special Intensive Revision (SIR) – 2026-এর কাজ। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে এনুমেরেশন ফর্ম বা ভোটার গণনা ফর্ম। বুথ লেভেল অফিসার বা BLO-রা ইতিমধ্যেই অধিকাংশ এলাকায় ফর্ম বিলি শুরু করেছেন। কোনও ভোটার অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করে জমা দিলে তা BLO App–এ আপলোড করা হচ্ছে। ভোটাররা চাইলে এখন নিজের ফর্ম জমা দেওয়ার অবস্থা ঘরে বসেই অনলাইনে যাচাই করে নিতে পারবেন।

নিজের SIR স্ট্যাটাস অনলাইনে চেক করুন এইভাবে 👉

১. প্রথমে নিজের মোবাইল বা কম্পিউটার দিয়ে যে কোনো ব্রাউজার ওপেন করে টাইপ করুন www.ecinet.gov.in.
২. যাদের অ্যাকাউন্ট খোলা নেই, তারা Sign up এ ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন এবং ও টি পি ভেরিফিকেশন করে অ্যাকাউন্ট তৈরি করুন। অন্যদিকে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা নিজেদের মোবাইল নম্বর বা ইমেইল বা ভোটার নম্বর বসিয়ে এবং ক্যাপচা ভেরিফাই করে লগইন করুন।

আরও পড়ুন – West Bengal Old Voter List 2002: ২০০২ সালের ভোটার লিস্ট (PDF) ডাউনলোড করুন অনলাইনে

২. এরপর হোম পেজে Service ট্যাবে ক্লিক করে Special Intensive Revision (SIR) – 2026 অপশন নির্বাচন করুন।
৩. Fill Enumeration Form এ ক্লিক করে নিজের রাজ্য সিলেক্ট করুন ড্রপ ডাউন মেনু থেকে।
৪. পরবর্তীতে আপনার ভোটার কার্ড নম্বর লিখে Search বাটনে ক্লিক করুন।
৫. যদি BLO ইতিমধ্যেই আপনার SIR তথ্য BLO অ্যাপে আপলোড করে থাকেন তবে Your form has been submitted successfully দেখাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৫ সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, তাঁদের সবার জন্যই SIR ফর্ম পূরণ বাধ্যতামূলক। অনলাইন বা অফলাইন—যেকোনও পদ্ধতিতে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর ২০২৫। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্ম না জমা দিলে অসুবিধায় পড়তে পারেন ভোটাররা। যেসব ভোটার এখনো গণনা ফর্ম হাতে পাননি, তাদের জন্য বিভিন্ন ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন।

১. টোল-ফ্রি নম্বর ১৯৫০ অথবা ০৩৩-২২৩১-০৮৫০—এই নম্বরে ফোন করে ভোটাররা নিজের নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট তথ্য জানাতে পারবেন। অভিযোগ বা তথ্য জানানোর পাশাপাশি, ফর্ম না পাওয়ার বিষয়টিও কমিশনকে জানানো যাবে।

আরও পড়ুন –PM SVANidhi Loan : আধার কার্ড দেখান, আর পান ৫০ হাজার টাকার লোন! গ্যারান্টার ছাড়াই

২. রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে—৯৮৩০০৭৮২৫০। ভোটারদের নাম, বিধানসভা কেন্দ্রের নাম, অংশ ও সিরিয়াল নম্বর উল্লেখ করে এই নম্বরে মেসেজ পাঠালে ৪৮ ঘন্টার মধ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন।

৩. ইমেল আইডি ceo-election-wb@nic.in-এ তথ্য পাঠিয়েও একই পরিষেবা পাওয়া যাবে। তাই আপনি যদি এখনো আপনার SIR ফর্ম পূরণ না করেছেন তবে সত্বর অনলাইনে বা আপনার BLO এর কাছে ফর্ম পূরণ করে জমা করুন। কারণ কমিশনের নিয়ম অনুযায়ী, গণনা ফর্ম পূরণ না করলে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলা ফাইনাল ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম নাও থাকতে পারে।

West Bengal SIR Form Online Status Check Link:- ক্লিক করুন 

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button