নিউজ ডেস্কঃ করোনার জেরে ২০২০ সাল ও ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরিক্ষা স্থগিত হয়ে গিয়েছিল।তবে এবার আগামী ২ রা এপ্রিল(শনিবার)থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরিক্ষা।এই পরিস্থিতিতে একাধিক নিয়ম মেনে চলতে হবে এই পরিক্ষায়।এক ঝলকে দেখে নিন সেই নিয়মগুলো-
১/ ২রা এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরিক্ষা।
২/ ২ এপ্রিল থেকে ৫ ই এপ্রিল পর্যন্ত পরিক্ষা চলবে।এরপর উপ-নির্বাচনের জন্য পরিক্ষা স্থগিত হবে।এরপর আবার ১৬ এপ্রিল থেকে পরিক্ষা শুরু হয়ে চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
৩/উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে এডমিট ছাড়া পরিক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবেনা।
৪/এবার “হোম সেন্টারে” হবে উচ্চমাধ্যমিক পরিক্ষা।অর্থাৎ পড়ুয়ারা নিজের নিজের স্কুলে পরিক্ষা দিতে হবে বলে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
৫/করোনা পরিস্থিতিতে পরিক্ষা স্থগিত থাকায় এবার পরিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি।পাশাপাশি পরিক্ষাকেন্দ্রেরও সংখ্যা তিনগুন বেড়েছে।মোট ৬৭২৭ টি পরিক্ষাকেন্দ্রে পরিক্ষা হবে এবার।
৬/সমস্ত পরিক্ষাকেন্দ্রে পরিক্ষার দিনগুলোতে ১০০ মিটার অবধি ১৪৪ ধারা জারি থাকবে।
৭/অন্যান্য বারের মতো এবারও পরিক্ষাকেন্দ্রগুলোতে মোবাইল বা ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।