Free Silai Machine Yojana: ভারতীয় নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে ইতিমধ্যেই অনেকগুলি প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র সরকার। আর এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হল ‘পিএম ফ্রি সেলাই মেশিন যোজনা’।এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়। এতে আয়ের সুযোগ পাচ্ছেন মহিলারা। সংসার চালাতে কারও উপর নির্ভর করতে হবে না। হাতে টাকা থাকলে ছোটখাট প্রয়োজন মেটাতেও সক্ষম হবেন তাঁরা।
এই পিএম ফ্রি সিলাই মেশিন যোজনা (PM Free Silai Machine Yojana) মহিলাদের উৎসাহিত করবে/ সব মহিলা বিনামূল্যের সেলাই মেশিন দিয়ে মানুষের কাপড় সেলাই করে তাদের আয় বাড়াতে পারবেন।দেশের যে কোনও রাজ্যের মহিলারা বিনামূল্যে সেলাই মেশিনের জন্য আবেদন করতে পারেন। প্রতিটি রাজ্যের ৫০ হাজার মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার লক্ষ্য কেন্দ্রের।
এই যোজনার (Free Silai Machine Yojana) মূল উদ্দেশ্য?
যেহেতু দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমজীবী মহিলাদের মধ্যে সেলাই মেশিন যথেষ্ট জনপ্রিয়। তাই দেশের মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন (Free Silai Machine Yojana) প্রদানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই যোজনার মূল উদ্দেশ্য। পিএম ফ্রি সেলাই মেশিন যোজনার অধীনে প্রায় ৫০ হাজার শ্রমজীবী মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হবে। তবে এই প্রকল্প শুধুমাত্র গ্রামাঞ্চলে সীমাবদ্ধ নেই। গ্রামাঞ্চলের মতোই শহরাঞ্চলের মহিলারাও একইভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
ইতিমধ্যেই হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়, কর্ণাটকের মতো রাজ্যগুলিতে এই প্রকল্প চালু করা হয়েছে। তবে এবার থেকে পশ্চিমবঙ্গের মহিলারাও এই প্রকল্পের আওতায় বিনামূল্যে সেলাই (Free Silai Machine Yojana) মেশিনের জন্য আবেদন করতে পারবেন।তাহলে চলুন তবে দেখে নেওয়া যাক, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন,কিভাবে আবেদন করবেন
কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য:-
- ১) আবেদনকারী মহিলাকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ২)শুধুমাত্র অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
- ৩) আবেদনকারীর মহিলার পরিবারের বার্ষিক আয় অবশ্যই ১২ হাজারের মধ্যে হতে হবে।
- ৪)বিধবা এবং বিশেষভাবে শারীরিক সক্ষম মহিলারাও এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন।
- ৫)২১ বছর থেকে ৪০ বছরের সমস্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি:-
- ১) এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে প্রথমেই আপনাকে Government of India এর অফিসিয়াল ওয়েবসাইট www.india.gov.in এ যেতে হবে।
- ২) এরপর আপনার সামনে যে ওয়েব পেজটি আসবে তাতে পিএম ফ্রি সিলাই মেশিন যোজনার (Free Silai Machine Yojana) লিংক থাকবে। ওই লিংকটি থেকে প্রয়োজনীয় ফর্মটি ডাউনলোড করতে হবে।
- ৩)এরপর ফর্মটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিগুলো যুক্ত করে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। এই যোজনার সাথে যুক্ত আধিকারিকরা ফর্মের সমস্ত তথ্য এবং নথিগুলো যাচাইয়ের পর প্রার্থীদের নির্বাচন করবেন এবং সেই সকল নির্বাচিত মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন (Free Silai Machine Yojana) প্রদান করবেন।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
- ১) আধার কার্ড
- ২)বয়সের প্রমাণপত্র
- ৩)পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
- ৪)বৈধ মোবাইল নম্বর।
- ৫)পাসপোর্ট সাইজের ফটো।
- ৬) বিশেষভাবে সক্ষম মহিলাদের ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট।
- ৭) জাতিগত শংসাপত্র।
- ৮)বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট।