Train cancelled – শনি-রবিবার শিয়ালদায় একগুচ্ছ লোকাল বাতিল! কোন কোন ট্রেন বাতিল হল জেনে নিন।

Train cancelled – ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন প্রায় ১ কোটি ৮০ লক্ষেরও বেশি যাত্রী রেলে যাত্রা করেন। ভারতীয় রেলকে লাইফলাইনও বলা হয়। গন্তব্য কাছের হোক বা দুরের বেশির ভাগ মানুষ রেলকেই বেছে নেন। লোকাল ট্রেনে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। নিত্যদিন স্কুল, কলেজ বা কর্মস্থলে যাওয়ার জন্য বেশিরভাগ মানুষের কাছেই প্রথম এবং প্রধান যাতায়াতের মাধ্যম এই লোকাল ট্রেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই লোকাল ট্রেনে চেপে প্রতিদিন বাংলার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। কোন কারনে যদি লোকাল ট্রেনে পরিষেবা ব্যাহত (Train cancelled) হয় তাহলে লক্ষ লক্ষ মানুষ অসুবিধায় পড়েন। লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা ফের বিপাকে পড়তে চলেছেন।কারন শিয়ালদা (Sealdah) শাখায় ফের একাধিক লোকাল ট্রেন বাতিল হচ্ছে। শনি- রবিবার শিয়ালদায় একগুচ্ছ লোকাল বাতিল (Train cancelled) হচ্ছে। যার জেরে সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- সুখবর! EPFO কর্মচারীদের পেনশন নিয়ে নতুন নির্দেশিকা জারি, পেনশন কত পাবেন জেনে নিন।

শনি ও রবিবার লোকাল ট্রেন বাতিলের কারন?

বারাসত হাসনাবাদ সেকশনের (Barasat Hasnabad section) সোন্দালিয়া এবং লাবুতলা স্টেশনের মধ্যে ডাবল লাইনের কাজ চলছে। আর সেই কারণেই শনি ও রবিবার ৯ ঘণ্টার জন্য শিয়ালদা হাসনাবাদ শাখার লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে।

কোন কোন লোকাল ট্রেন বাতিল (Train cancelled) হচ্ছে?

১) আপ 33323 এবং 33325 বারাসত হাসনাবাদ লোকাল এবং 33533 শিয়ালদহ- হাসনাবাদ লোকাল শনিবার বাতিল থাকছে।
২) একইসঙ্গে ডাউন 33538 হাসনাবাদ- শিয়ালদহ লোকাল এবং 33318 ও 33320 হাসনাবাদ বারাসাত লোকাল শনিবার বাতিল থাকছে।
৩) পাশাপাশি আপ 33311 এবং 33313 বারাসত হাসনাবাদ লোকাল এবং 33517 শিয়ালদহ- হাসনাবাদ লোকাল রবিবার বাতিল থাকছে।

৪) ডাউন 33512 এবং 33514 হাসনাবাদ শিয়ালদহ লোকাল এবং 33312 হাসনাবাদ – বারাসাত লোকাল রবিবার বাতিল থাকছে।
৫) একইসঙ্গে 26 তারিখ রবিবার 33511 শিয়ালদহ- হাসনাবাদ লোকাল হাসনাবাদের পরিবর্তে বারাসতে পর্যন্ত চলবে।
৬) পাশাপাশি 30322 হাসনাবাদ- বিবিডি বাগ লোকালটি হাসনাবাদের পরিবর্তে বারাসত থেকে ছাড়বে। বারাসাত হাসনাবাদ শাখায় ৪০টি লোকালের মধ্যে ১২টি লোকাল বাতিল থাকছে।
৭) অন্যদিকে 33516 হাসনাবাদ- শিয়ালদহ লোকাল রবিবার সকাল 6.45 মিনিটে ছাড়ার কথা থাকলেও তা ওইদিন 7 টা 5 মিনিটে ছাড়বে।

পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন। রেলের তরফে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে। একাধিক লোকাল ট্রেন বন্ধ থাকার ফলে সপ্তাহান্তে ফের যাত্রীরা দুর্ভোগে পড়তে চলেছেন।

About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Leave a Comment

sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.