Aadhaar Update Last Date – ভারতীয় নাগরিকদের কাছে তাদের আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নথি। ব্যাংক একাউন্ট খোলা থেকে নতুন সিম নেওয়া সমস্ত কিছুতেই ডকুমেন্ট হিসেবে কাজে লাগে এই আধার কার্ডের। বেশ কয়েক মাস ধরে UIDAI কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছিল যে, আগামী 14 জুন পর্যন্ত একেবারে ফ্রিতে কোনরকম টাকা-পয়সা ছাড়ায় আপনি আধারের অনলাইন পোর্টালে আপনার আধার কার্ড আপডেট (Aadhaar Update Last Date) করতে পারবেন।
সেই মতো অনেকেই আঁধারের ওয়েবসাইটে গিয়ে তাদের আধার কার্ড আপডেট (Aadhaar Update Last Date) করা শুরু করেন। কিন্তু ১২-১৩-১৪ জুন এই তিন দিন আঁধারের পটালে অতিরিক্ত পরিমাণে ট্রাফিক আশায় ওয়েব পোর্টালটি ক্র্যাশ করে যায়। যার ফলে এই তিন দিন ধরে এই ওয়েব পোর্টালে কোন রকম কাজ করা যাচ্ছিল না।
আরও পড়ুন – Krishak Bandhu Prakalpa – মিলবে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা! সময় থাকতে এই কাজ করুন।
এই লাস্ট দু তিন দিন ধরে যারা তাদের আধার কার্ড আপডেট করতে চাইছিল তারা কোনভাবেই এই ওয়েব পোর্টালের মাধ্যমে তাদের আধার কার্ড আপডেট করতে পারেনি। ১৪ই জুন ঠিক রাত বারোটায় এই ফ্রি আধার আপডেট (Aadhaar Update Last Date) ব্যাপারটি বন্ধ করে দেয়া হয়। যদিও ওয়েবসাইট ছাড়া আধার কেন্দ্রে গিয়ে আপনি এই কাজটি করতে গেলে আপনাকে ৫০ টাকা দিতে হতো সাথে সময়ও।
Free Aadhaar Update Last Date.
অর্থাৎ আপনি যদি অনলাইনে না করে অফলাইনে আধার কেন্দ্রে গিয়ে এই কাজটি করতে চাইতেন তাহলে আপনাকে আধারের নির্ধারিত চার্জ পঞ্চাশ টাকা দিতেই হত। কিন্তু ওয়েবসাইট ক্রাশ করে যাওয়ায় অনেকেই আপনার আধার আপডেট (Aadhaar Update Last Date) এর কাজটি অনলাইনের মাধ্যমে ফ্রিতে করে উঠতে পারেননি।
যদিও কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে বহু সংখ্যক লোকই এই ফ্রি আধার আপডেটের সুবিধা উঠিয়ে অনলাইনের মাধ্যমে আধার কার্ড আপডেট করেছেন। আধারের নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছরে আপনার আধার কার্ড আপডেট করা প্রয়োজনীয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যারা এই ফ্রিতে আপডেট করতে পারেননি তারা কি আবারও ফ্রিতে আপডেট করার সুযোগ পাবেন? নাকি তাদেরকে এবার আধার সেন্টারে লম্বা লাইন এবং ৫০ টাকা চার্জ দিয়ে আধার কার্ড আপডেট করাতে হবে?
এ বিষয়ে এক নতুন ঘোষণা করেছে UIDAI কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন শেষ দু-তিন দিন ওয়েবসাইট ক্র্যাচ করে গিয়ে কোনরকম কাজ না হওয়ায় তারা আবারও এই ফ্রিতে আপডেট (Aadhaar Update Last Date) করার সুবিধা আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত করতে দেবেন। অর্থাৎ তারা এই সুযোগ আর ও তিন মাসের জন্য করে দিল।
এরপরও যদি আপনি অনলাইনের মাধ্যমে আপনার আধার কার্ড আপডেট না করেন এর পরবর্তীতে আপনাকে আধার সেন্টারে গিয়ে লাইন এবং চার্জ দিয়ে আপনার আধার কার্ড আপডেট (Aadhaar Update Last Date) করতে হবে। যদিও বর্তমানে আপনি যদি আধার কেন্দ্র থেকে আপনার আধার কার্ড আপডেট করাতে চান সেটি আপনি করাতেই পারেন কিন্তু সে ক্ষেত্রে আপনাকে নির্ধারিত ৫০ টাকা চার্জ আধার কেন্দ্রে দিতে হবে। শুধুমাত্র অনলাইনে UIDAI এর ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই কাজ নির্ধারিত তারিখ অবধি ফ্রিতে করাতে পারবেন।