যে সকল প্রার্থীরা বিভিন্ন দপ্তরে চাকরির জন্য উদগ্রীব হয়েছিলেন তাদের মুখে এবার হাসি ফোটাতে এসেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। কারন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তরফে একটি বিজ্ঞপ্তি মাধ্যমে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে যে জুনিয়র এক্সিকিউটিভ পদে বেশ কিছু কর্মী নিয়োগের (Airport jobs vacancy) জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলছে। তবে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে? আবেদনের শেষ সময়সীমা কত প্রভৃতি উত্তর জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
জুনিয়র এক্সিকিউটিভ পদে Airport jobs vacancy Notification- 02/2024/CHQ
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।শূন্যপদের সংখ্যা-জুনিয়র এক্সিকিউটিভ পদে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৪৯০ টি। ৪৯০ টি শূন্য পদের মধ্যে Architecture -এ ৩ টি, Engineering Civil -এ ৯০ টি, Electrical -এ ১০৬ টি, Electronics -এ ২৭৮ টি, Information Technology -তে ১৩ টি শূন্যপদ রয়েছে।
পদের নাম | মোট শূন্যপদ |
Architecture | ৩ টি |
Engineering‐ Civil | ৯০ টি |
Electrical | ১০৬ টি |
Electronics | ২৭৮ টি |
Information Technology | ১৩ টি |
Total Vacancy | ৪৯০ টি |
যোগ্যতা, বয়সসীমা ও বেতন
সংশ্লিষ্ট শাখার কর্মী নিয়োগে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিটেক ডিগ্রী পাশ থাকতে হবে। তবে বিটেক ডিগ্রির পাশাপাশি প্রার্থীদের স্নাতক ডিগ্রি, কম্পিউটার সাইন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও আইটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। তবে প্রার্থীদের বয়সে সরকারি নিয়ম অনুযায়ী SC জাতিরা প্রার্থীরা ১০ বছর, ST জাতিরা ০৫ বছর ও OBC জাতিরা ০৩ বছরের ছাড় পাবে।
যে সমস্ত প্রার্থীরা এয়ার ইন্ডিয়ার জুনিয়র এক্সিকিউটিভ পদে নিযুক্ত হবেন তাদের বার্ষিক বেতন হবে ১৩ লক্ষ টাকা।
আবেদন পদ্ধতি
১) আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে যেতে হবে www.aai.aero ওয়েবসাইটে।
২) প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে ID ও Password দিয়ে লগইন করতে হবে।
৩) এরপর ওয়েবসাইটে থাকা ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।
4) এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নির্দিষ্ট জায়গায় Upload করুন।
৫) সর্বশেষ অ্যাপ্লিকেশন ফি জমা করে, সাবমিট বাটনে ক্লিক করে আবেদন পত্রটি জমা করুন।
নিয়োগ পদ্ধতি
এয়ার ইন্ডিয়ার জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করার জন্য প্রার্থীদের গেট পরীক্ষার স্কোরের উপর অগ্রাধিকার পাবে। GATE 2024 পরীক্ষার rank পাওয়ার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এয়ার ইন্ডিয়ার এই পদে।
আবেদন ফী ও আবেদন শেষ তারিখ
সমস্ত প্রার্থীদের আবেদন করার জন্য আবেদন মূল্য হিসেবে ৩০০ টাকা জমা দিতে হবে। তবে SC/ST/PwBD প্রার্থীদের আবেদনের ফি লাগবে না। এয়ার ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন পত্র জমা দেওয়া যাবে ১লা মে ২০২৪ পর্যন্ত।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download PDF
Official Website – Click Here
আবেদনের লিঙ্ক – Click Here