Anganwadi Recruitment – রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি ও হেল্পার নিয়োগ। পরীক্ষার সিলেবাস, পরীক্ষা প্যাটার্ন সম্পূর্ণ জেনে নিন এক নজরে

Anganwadi Recruitment – পশ্চিমবঙ্গে বিপুল শূন্যপদে আইসিডিএস (ICDS) অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ হবে। রাজ্যে সরকারের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের তরফ থেকে একাধিক সুসংহত শিশু বিকাশ প্রকল্পের নিয়োগ সংক্রান্ত আবেদন জমা নেওয়া হয়েছিল। অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন হাজার হাজার প্রার্থী। সাধারণত, অঙ্গনওয়াড়ি নিয়োগ প্রক্রিয়ায় দুই ধাপের যোগ্যতা নির্ণয়ক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হয়। অতএব যারা নিজেদের আবেদন জমা দিয়েছিলেন, এবার সেই সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষার সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন এই সকল বিষয় আজকের প্রতিবেদনে উল্লেখ করা হল। যারা আইসিডিএস নিয়োগ ২০২৪ এ আবেদন জমা দিয়েছিলেন তারা সবাই সম্পূর্ণ প্রতিবেদন অবশ্যই মন দিয়ে পড়ে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Anganwadi Recruitment 2024

পশ্চিমবঙ্গের আটটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হবে। তার জন্য আবেদন প্রক্রিয়া চলেছিল অনলাইন ও অফলাইন উভয় মারফত। পরীক্ষা নেওয়া হবে- ১) দার্জিলিং ২) কালিম্পং ৩) মালদা ৪) আলিপুরদুয়ার ৫) পুরুলিয়া ৬) পশ্চিম বর্ধমান ৭) দক্ষিণ দিনাজপুর এবং ৮) উত্তর ২৪ পরগনা জেলায়।

অঙ্গনওয়াড়ি নিয়োগের পরীক্ষা পদ্ধতি ২০২৪

অঙ্গনওয়াড়ি নিয়োগের জন্য মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। যার মধ্যে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের ইন্টারভিউ থাকে। লিখিত পরীক্ষায় থাকে সমস্ত এমসিকিউ (MCQ) ধরনের প্রশ্ন। পরীক্ষার জন্য সময় দেওয়া হয় দুই ঘন্টা। যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তাদের এরপর ইন্টারভিউ নিয়ে যোগ্যদের বেছে নেওয়া হয়।যোগ্য প্রার্থীরা সংশ্লিষ্ট শূন্যপদে নিয়োগ পান।

ICDS Examination Syllabus 2024 (রাজ্যে অঙ্গনওয়াড়ি নিয়োগের সিলেবাস ২০২৪)

অঙ্গনওয়াড়ি নিয়োগের পরীক্ষায় যে সিলেবাস ফলো করা হবে সেটি নিম্নরূপ-

1) স্থানীয় ভাষায় ১৫০ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে (অষ্টম শ্রেণী মানের)। এর জন্য থাকবে ১৫ নম্বর।
2) পাটিগণিত থাকবে (অষ্টম শ্রেণী মানের) এর জন্য থাকবে ২০ নম্বর।
3) পরীক্ষায় থাকবে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন।‌ এর জন্য থাকবে ১৫ নম্বর।
4) পরীক্ষায় ইংরেজি সরল অনুবাদ থাকবে (ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান) (অষ্টম/নবম শ্রেণীর)।‌ এর জন্য থাকবে ২০ নম্বর।
5) সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে ২০ নম্বরের।

চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের জন্য শুভেচ্ছা রইল। সকলে মন দিয়ে পরীক্ষা প্রস্তুতি নিন এবং ভালো ভাবে পরীক্ষা দিয়ে পাশ করে চাকরির জন্য যোগ্য হয়ে উঠুন।

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.