কেন্দ্রের নতুন প্রকল্প (PMJAY) ! দেশের সমস্ত মানুষ যাতে চিকিৎসা করাতে পারেন এবং টাকার অভাবে যাতে কারোর চিকিৎসা ব্যাহত না হয় সেই লক্ষ্য নিয়ে চালু করা হয় আয়ুষ্মান ভারত প্রকল্প। প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রকল্প চালু করেন নরেন্দ্র মোদী। দেশের একেবার গরিব বা প্রান্তিক শ্রেণির পরিবারগুলিও যাতে চিকিৎসা পেতে পারেন সেই লক্ষ্য নিয়েই চালু করা হয় এই প্রকল্প। এতে, বছরে বিনামূল্যে ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা পেতে পারেন তারা। চলুন জেনে নেওয়া যাক এই কার্ডের জন্য আবেদন করবেন কিভাবে
আয়ুষ্মান ভারত প্রকল্প (PMJAY) ২০২৩।
সবার প্রথমে আয়ুষ্মান ভারতে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যান। যে ওয়েবসাইটটি হল https://bis.pmjay.gov.in/BIS/selfprintCard এটি। এরপর এখানে একটি আধার বলে একটা অপশন আপনার সামনে আসবে সেখানে ক্লিক করুন তাহলে পরপর তিনটি বক্স খুলে যাবে।
১) প্রথম বক্সে পি এম জে ওয়াই তে ক্লিক করুন।
২) দ্বিতীয় বক্সে রাজ্যের নাম লিখুন।
৩) তৃতীয় বক্সে নিজের আধার নাম্বার লিখুন এবং পুরোটি লেখার পর মিলিয়ে নিয়ে সাবমিট করে দিন।
আরও পড়ুন – Laxmi Bhandar Payment – এই মাসে লক্ষীর ভান্ডারের টাকা পেয়েছেন? এখন চেক করুন বাড়িতে বসে।
আরপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই জায়গা ওটিপি বসাতে বলবে, সেখানে বসিয়ে দিন। এরপর আপনার আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড তৈরি হয়ে যাবে, সেই কার্ড ডাউনলোড করার অপশন দেয়া হবে সেটি ডাউনলোড করে আপনার কাছে রেখে দিন।
আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকায় আপনার নাম দেখবেন কিভাবে?
এরপর আবারঅফিসিয়াল ওয়েবসাইটে যান এবং আপনার আধার কার্ডের সঙ্গে থাকা মোবাইল নাম্বারটি দিন এবং তলায় থাকে ক্যাপচা করতে ঠিকমতো বসান এরপর আপনার মোবাইলে একটি ওটিপি ঢুকবে।
সেই ওটিপি দেওয়ার পর আপনার কাছে একটি তালিকা খুলে যাবে যেখানে প্রথমে নিজের রাজ্যের নাম চিহ্নিত করুন এরপর মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে সার্চ করুন তাহলেই বুঝাবেন তালিকায় আপনার নাম আছে কিনা।
কারা এই PMJAY প্রকল্পে আবেদন করতে পারবেন?
তবে আপনি কি করে বুঝবেন আপনি আবেদনযোগ্য কি আবেদনযোগ্য নয়? সে ক্ষেত্রে ব্যবহার করুন নিচের দেওয়া এই পদ্ধতি
1) https://bis.pmjay.gov.in এই লিঙ্কে ক্লিক করে প্রথমে ওয়েবসাইটটি তে যান।
2) “I am Eligible” অপশনে ক্লিক করুন এবং ১০ সংখ্যার বৈধ মোবাইল নাম্বার দিন।
3) মোবাইল নাম্বারে আসা ওটিপি নির্দিষ্ট জায়গায় বসিয়ে Submit করুন।
৪) সাথে সাথে আপনার সামনে দুটি অপশন খুলে যাবে তার মধ্যে প্রথম অপশনটি সিলেক্ট করে নিন।
৫) তারপর আপনার দশ সংখ্যার মোবাইল নাম্বার এবং আপনার রেশন কার্ডের নাম্বার দিন এবং সার্চ বাটনে ক্লিক করুন।
৬) এবার আপনাকে সেখানে দেখিয়ে দেয়া হবে আপনি আদতে এই কার্ডের বা প্রকল্প -এর জন্য আবেদন করতে পারবেন কিনা।
আরও পড়ুন – PM Scholarship Scheme – বিরাট সুখবর! পড়ুয়ারা পাবে প্রতি মাসে ৩০০০ টাকা করে, দেবে কেন্দ্রীয় সরকার।