Bangla awas yojana List – মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুনরায় শুরু হতে চলেছে বাংলা আবাস যোজনা ২০২৪। বলা চলে এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। বিভিন্ন রাজ্যের যেমন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের গ্রামে জেলায় এই সমীক্ষা শুরু হয়েছে। বাংলা আবাস যোজনা তালিকা ২০২৪ (Bangla awas yojana List 2024) সম্পর্কে বিশদে আলোচনা করা হলো।
বাংলা আবাস যোজনার লক্ষ্য: এই যোজনায় জেলা গ্রাম বিভিন্ন অঞ্চলে উপভোক্তাদের নাম নির্বাচন করা ও তাদের এই আবাস যোজনায় সুবিধা পাওয়ার সুযোগ করে দেওয়া।
সময়সীমা: এই সমীক্ষা শুরু হচ্ছে ২১ শে অক্টোবর থেকে, চলবে আগামী ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত।
Bangla awas yojana List 2024
মুখ্যমন্ত্রীর উদ্যোগ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে টানা ১০ দিন চলবে প্রাথমিক এই সমীক্ষা। এই সমীক্ষার ফলে যে তালিকা তৈরি হবে তাঁরা আগামী ২০ শে ডিসেম্বর ২০২৪ এ আবাস যোজনা বাড়ির টাকা পাবেন বলেই জানা গিয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত যে দেশের জনগণের ঘরের আশা তিনি সফল করবেন। তিনি ১১ লক্ষ লোকের বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মোবাইল অ্যাপের ব্যবহার: এই আবাস যোজনার (bangla awas yojana survey) সমীক্ষাটি সম্পূর্ণ মোবাইল অ্যাপের মাধ্যমে করা হবে, যাতে কোন রকমের কারচুপি বা দুর্নীতি করা সম্ভব না হয়। মোবাইল অ্যাপে মোট ১১ টি প্রশ্ন থাকবে যে গুলির উত্তর উপভোক্তাকে দিতে হবে। প্রশ্নগুলির উত্তরের উপর নির্ভর করে উপভোক্তার ক্ষমতার মান নির্ধারণ।
Bangla awas yojana টাকা দেওয়ার পদ্ধতি
উপভোক্তাদের প্রথম কিস্তির মারফতে ষাট হাজার টাকা (Rs-60,000/-) দেবে রাজ্য সরকার। আশা করা যাচ্ছে তা ডিসেম্বর মাসেই পেয়ে যাবেন তাঁরা। পরবর্তী আরো বেশ কয়েকটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হবে উপভোক্তাদের।
- উপভোক্তাদের তিন চাকা বা চার চাকার গাড়ি থাকা চলবে না।
- পরিবারের মাসিক আয় যেন পনেরো হাজার টাকার বেশি না হয়।
- পারিবারিক ব্যবসা যেন না থাকে।
- পরিবারের কোনো সদস্য যা মাসিক আয় করেন তার যেন প্রফেশনাল ট্যাক্স এর অধীনে না পড়ে।
- কোন ব্যক্তি যদি পূর্ববর্তী কোন প্রকল্পের মাধ্যমে কোন বাড়ি পেয়ে থাকেন তাহলে তিনি এই যোজনার সুবিধা থেকে বঞ্চিত হবেন।
- উপভোক্তার যদি কোন পাকা বাড়ি থাকে তাহলে সে ক্ষেত্রে এই যোজনায় নতুন বাড়ির সুবিধা থেকে বঞ্চিত হবেন।
- উপভোক্তা যেন ২.৫ একরের বেশি জায়গা না থাকে।
- উপভোক্তার যেমন ট্রাকটার টিলার ইত্যাদি জাতীয় কোনো কৃষিজ যন্ত্রপাতি না থাকে।
- উপভোক্তার পাঁচ একরের অকৃষিজ জমি যেন না থাকে।
- উপভোক্তার পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স এর অধীনে থাকেন তাহলে সে ক্ষেত্রে তারা আবাস যোজনা সুবিধা থেকে বঞ্চিত হবে না।