Minimum Balance: প্রায় প্রতিটি ব্যাংকের নিয়ম হল ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে। আর যদি ব্যাংকের অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সের কম টাকা থাকে তাহলে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে জরিমানা করা হয়। পরবর্তীকালে দেখা যায় যে ওই অ্যাকাউন্টে টাকা দেয়ার সাথে সাথেই টাকা মাইনাস হয়ে যায়। তবে এবার এই নিয়মের বদল আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিস্তারিত তথ্য জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
Bank account minimum balance new rule of RBI.
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন যে নিয়ম চালু করতে চলেছে সেই নিয়ম অনুযায়ী ব্যাংকের ব্যালেন্স কম (Minimum Balance) থাকলেও ব্যাংক জরিমানা করতে পারবেনা। তবে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে সব অ্যাকাউন্ট -এর ক্ষেত্রে কিন্তু এই নিয়ম কার্যকর হবে না। ব্যাংকের প্রতিটি গ্রাহককে এই নিয়ম সম্পর্কে ওয়াকিবহাল থাকা উচিত তাহলে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না তাদের। আর এই নিয়ম কার্যকর হতে চলেছে ১লা এপ্রিল ২০২৪ থেকে।
আরও পড়ুন – RBI -এর নির্দেশ, ফাঁকা হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট! এই অ্যাপগুলি ডিলিট করুন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফ থেকে যে নতুন নিয়ম চালু হওয়ার কথা বলা হচ্ছিল সেই নিয়ম কার্যকর হবে সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যে অ্যাকাউন্টগুলি থেকে দু’বছর কোনো আর্থিক লেনদেন হয়নি। তবে এক্ষেত্রে যে অ্যাকাউন্টগুলোর কথা বলা হচ্ছে সেই অ্যাকাউন্টগুলি থেকে কেবলমাত্র স্কলারশিপ বা অন্য কোনো প্রকল্পের টাকা জমা হয়। এর পাশাপাশি রিজার্ভ ব্যাংক এর তরফ থেকে জানানো হয়েছে যে এই সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে সেই সকল অ্যাকাউন্ট কে ব্যাংকের তরফ থেকে ইন অপারেটিভ অ্যাকাউন্ট হিসেবে বিবেচনা করা হবে।
দিনে দিনে দেশের বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্টের বিপুল পরিমাণ দাবিদারহীন জমা টাকার পরিমাণ বাড়ছে। এই ঘটনা বন্ধ করার জন্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে দু’বছর বা তার বেশি সময় ধরে কোনো আর্থিক লেনদেন হয়নি সেই সমস্ত অ্যাকাউন্টের গ্রাহকদের সাথে ইমেইল বা চিঠির মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হবে। যদি গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হয় সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টের নমিনি পার্সন এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হবে। তবে এক্ষেত্রে ওই সমস্ত অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স (Bank account minimum balance) না থাকার জন্য ব্যাংক ওই অ্যাকাউন্টগুলি থেকে জরিমানা আদায় করতে পারবে না।