Fixed Deposit – তে কোথায় ঝুঁকিহীন ব্যাঙ্ক নাকি পোস্ট অফিস, কোথায় বেশি লাভ পাবেন? বিস্তারিত জেনে নিন।

Advertisements

Fixed Deposit: প্রত্যেকেই একটু সঞ্চয় করে নিজেদের ভবিষ্যত সুরক্ষিত করতে চায়। তবে বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এতটাই বেড়ে গেছে যে সংসার চালাতেই হিমসিম খেতে হয়। কিন্তু তাও পরিবারের খরচ মেটানোর পরেও সকলেই একটু সঞ্চয় করতে চায়। রোজগার কম হোক বা বেশি, প্রত্যেকেরই সঞ্চয় করা উচিত। অসময়ে যে টাকাটা কাজে লাগতে পারে, সেটা শুরু থেকেই জমানো প্রয়োজন।

কিন্তু অনেকেই বুঝতে পারে না যে কষ্ট করে অর্জিত টাকা কোথায় বিনিয়োগ করা উচিত। তাছাড়া কোথায় টাকা জমালে বেশি টাকা ফেরত পাওয়া যাবে, সেটা অনেকেই বুঝতে পারেন না। সঞ্চয়ের ক্ষেত্রে প্রধানত দুটি জিনিস গুরুত্বপূর্ণ, প্রথমত স্কিম থেকে আপনি কতটা রিটার্ন পাচ্ছেন এবং দ্বিতীয়ত আপনার টাকা কতটা নিরাপদ। কারন সবাই ঝুঁকিপূর্ণ বিনিয়োগের (Fixed Deposit) বিকল্প খোঁজেন।কষ্ট করে নিজের অর্জিত টাকা জলে যাক এটা কেউ চায় না।

Advertisements

তবে যেখানে ঝুঁকি বেশি সেখানে রিটার্নও বেশি পাওয়া যায়। আর যেখানে ঝুঁকি কম সেখানে রিটার্ন তুলনামূলক কম পাওয়া জায় যায়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে রিটার্ন বেশি পাওয়া গেলেও দেশের সাধারণ মানুষ কম ঝুঁকিপূর্ণ প্রকল্পে অর্থ বিনিয়োগ করতেই পছন্দ করেন। বর্তমানে সঞ্চয়ের জন্য অনেকগুলি বিকল্প রয়েছে। ব্যাঙ্ক থেকে পোস্ট অফিস সর্বত্রই টাকা জমানোর সুযোগ আছে।

আরও পড়ুন- Bank Account – ব্যাঙ্কে একের বেশি অ্যাকাউন্ট কি? এতে কি ক্ষতি হতে পারে জানেন কি?

তবে বিনিয়োগের ক্ষেত্রে কোনটাতে বেশি লাভ, সেটা সবার আগে বুঝে নেওয়া দরকার নিরাপদ বিনিয়োগের জন্য অনেকেই ব্যাঙ্ক FD (Fixed Deposit) কে বেছে নেন, আবার অনেকেই পোস্ট অফিস TD স্কিম বেছে নেন।কিন্তু অনেকেই আবার বুঝে উঠতে পারেন না ব্যাঙ্ক নাকি পোস্ট অফিস কোনটাতে বেশি রিটার্ন পাওয়া যায়। তাই আজ আমরা ব্যাঙ্ক এফডি এবং পোস্ট অফিস টিডি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে চলেছি, যাতে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন স্কিমটি আপনার জন্য বেশি উপকারী।

ব্যাঙ্ক (Fixed Deposit) এফডিঃ-

ব্যাঙ্ক এফডি-র উপর দেশের সাধারণ মানুষ অনেক বেশি নির্ভর করে। কারণ এখানে টাকা সম্পূর্ণ নিরাপদ থাকে এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদের হার ও নির্দিষ্ট রিটার্নও পাওয়া যায়। ব্যাঙ্কগুলি FD-তে যে সুদ দেয় তা রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের উপর নির্ভর করে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট যত বেশি হবে, এফডি-তে তত বেশি সুদ পাওয়া যায়। এই কারণেই FD-তে সুদের হার সব সময় ওঠানামা করে।

ব্যাঙ্ক FD-র (Fixed Deposit) সুদের হারঃ-

বর্তমানে ব্যাঙ্ক এফডি-তে গড় সুদের হার ৭ শতাংশ পাওয়া যাচ্ছে। প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের তুলনায় ০.৫০% বেশি সুদ পান। এছাড়াও যদি দীর্ঘ সময় ধরে কোনও ব্যাঙ্কে এফডি করেন তবে সুদ আরও বেশি পাবেন।

পোস্ট অফিসের টিডিঃ-

ব্যাঙ্কগুলির মতো পোস্ট অফিসও নাগরিকদের জন্য বিভিন্ন ধরণের সঞ্চয় প্রকল্পের অপশন সরবরাহ করে। টিডি অর্থাৎ টাইম ডিপোজিটও পোস্ট অফিসের সমস্ত সঞ্চয় প্রকল্পের অন্তর্ভুক্ত। একক অ্যাকাউন্ট এবং যৌথ অ্যাকাউন্টও টিভির অধীনে খোলা হয়। একটি যৌথ অ্যাকাউন্টে সর্বাধিক ৩ জন প্রাপ্তবয়স্ককে অন্তর্ভুক্ত করা যেতে পারে।

পোস্ট অফিসের TD-র মেয়াদ ও নূন্যতম কত বিনিয়োগ করা যায়:-

পোস্ট অফিস টিডি অ্যাকাউন্ট ন্যূনতম ১০০০ টাকা দিয়ে খোলা যায়। তারপরে আপনি এতে ন্যূনতম ১০০ টাকা বিনিয়োগ করতে পারেন। পোস্ট অফিস টিভিতে বিনিয়োগের সীমা নেই। আয়কর আইন ১৯৬১-এর ধারা ৪OC-এর অধীনে ৫ বছরের টিডি-তেও কর ছাড় পাওয়া যায়। এছাড়াও এই স্কিমের অধীনে বিনিয়োগকারীরা ১ বছর থেকে ৫ বছরের মেয়াদের সাথে টিডি খোলার বিকল্প পান। টিডির পরিপক্কতার পরে এর মেয়াদও বাড়ানো যেতে পারে।

পোস্ট অফিসের TD-র সুদের হারঃ-

পোস্ট অফিস টিডি-তে ১ বছরের জন্য ৬.৬ শতাংশ এবং ৫ বছরের জন্য ৭০ শতাংশ সুদ মিলছে। আরও এই ধরনের খবর পরেতে ও পেতে আমাদের সাথে থাকুন।

Advertisements

Leave a comment

Join Join