Fixed Deposit – আকর্ষণীয় হারে সুদ পেতে চান কি? তাহলে দেখে নিন কোন ব্যাঙ্ক কত সুদের হার দিচ্ছে

Advertisement

Fixed Deposit – প্রতিটি মানুষই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায়। নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার পথ হল সঞ্চয়। তাই প্রত্যেকেই নিজের এবং পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে সঞ্চয় করেন। তবে সঞ্চয়ের ক্ষেত্রে প্রত্যেকেই সাধারণত নিরাপদ বিনিয়োগ করতেই পছন্দ করেন। আর সঞ্চয়ের ক্ষেত্রে সবচেয়ে ভরসাযোগ্য আর বিশ্বস্ত জায়গা হিসাবে ব্যাঙ্ক বা পোস্টঅফিসকেই বেশিরভাগ মানুষ প্রথম পছন্দের তালিকায় রাখেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Advertisement

তবে আজকাল ব্যাঙ্কগুলোতে স্থায়ী আমানতে সুদের হার ( Fixed Deposit Interest rate ) কমলেও কিছু ব্যাঙ্ক আবার সম্প্রতি সুদের হার বেশ খানিকটা বৃদ্ধি করেছে। সিনিয়র সিটিজেনদেরও স্থায়ী আমানতের ওপর সুদের হার অনেকটাই বাড়ানো হয়েছে। বেশ কিছু স্মল ফিন্যান্স ব্যাঙ্ক স্থায়ী আমানতে (Fixed Deposits) আকর্ষণীয় হারে সুদ দিচ্ছে।

Advertisement
Fixed Deposit

Fixed Deposit Interest rate Table

ব্যাঙ্ক নামসুদের হার
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৯.৫০ শতাংশ সুদ*
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক৮.৭৬ শতাংশ*
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক৮.৭৫ শতাংশ*
ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক৮.৭১ শতাংশ*
উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক৮.২৫ শতাংশ*

দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে গত আর্থিকবর্ষে একাধিকবার রেপো রেট (Repo rate) বৃদ্ধি করেছে।এরফলে দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে উচ্চহারে সুদ মিলছে। তবে এই সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির থেকেও দেশের বেশ কিছু ব্যাঙ্ক বেশি হারে সুদ দেয়। অনেক স্মল ফিন্যান্স ব্যাঙ্ক সাধারণত তাদের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে (Fixed Deposits) উচ্চহারে সুদ দিচ্ছে। কোন কোন ব্যাঙ্ক কত সুদের হার দিচ্ছে সেই তালিকা একবার দেখে নিন-

আরও পড়ুন – পাঁচ বছরে ডবল হবে আপনার টাকা ! LIC এর নতুন প্লানে।

১) ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণ জনগণকে ৭ দিন থেকে ১০ বছরের FD তে ৪.৫0 শতাংশ থেকে ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এই একই সময়ের জন্য প্রবীণ নাগরিকরা ৪.৫০ শতাংশ থেকে ৯.৫০ শতাংশ পাবেন। ১০০১ দিনের FD-তে সর্বোচ্চ সুদের হার সাধারণ জনগণের জন্য ৯ শতাংশ এব *প্রবীণ নাগরিকদের জন্য ৯.৫০ শতাংশ সুদ দেওয়া হয়।

২) সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Suryoday Small Finance Bank)

সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য ৪ শতাংশ থেকে ৮.৫১ শতাংশ হারে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার ৪.৫ শতাংশ থেকে ৮.৭৬ শতাংশ। সাধারণ জনগণ ১৯৯৯ দিনের FD তে সর্বোচ্চ ৮.৫১ শতাংশ হারে সুদ পাবেন। *প্রবীণ নাগরিকদের ৮.৭৬ শতাংশ সুদের হার পাবেন।

Fixed Deposit

৩) উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Utkarsh Small Finance Bank)

সাধারণ গ্রাহকরা এই ব্যাঙ্কের ৭ দিন থেকে ১০ বছরের FD তে ৪ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। প্রবীণ নাগরিকদের জন্য স্থায়ী আমানতের হার ৯ শতাংশ। সাধারণ নাগরিকরা ৭০ দিনের FD-তে সর্বোচ্চ ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। *প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার ৮.৭৫ শতাংশ দেওয়া হয়।

৪) ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Fincare Small Finance Bank)

সাধারণ জনগণের জন্য এই ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের FD-তে ৩ শতাংশ থেকে ৮.১১ শতাংশ সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার ৮.৭১ শতাংশ। ৭৫০ দিনের মধ্যে FD তে সাধারণ জনগণ সুদ ৮.১১ শতাংশ পাবেন। আর *প্রবীণ নাগরিকরা ৮.৭১ শতাংশ সুদ পাবেন।

৫) উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Ujjivan Small Finance Bank)

উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের FD তে সাধারণ নাগরিকদের জন্য ৩.৭৫ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে। আর *৫৬০ দিনের FD-তে সর্বোচ্চ সুদের হার ৮.২৫ শতাংশ হবে।

আরও পড়ুন – আর পাবেন না LPG সিলিন্ডার, গ্যাস বুকিংয়ে বড়সড় পরিবর্তন।

Advertisement
About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.