Forest Service Recruitment: বন বিভাগে ১৫০ শূন্যপদে নতুন চাকরির সুযোগ। প্রতিমাসে উচ্চ বেতন, আবেদন জানাবেন কিভাবে জেনে নিন

Forest Service Recruitment: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশির খবর। যে সকল যুবক-যুবতীরা কলেজ পাশের পর থেকে ভালো চাকরির সুযোগ খুঁজছিলেন, সঠিক নিয়োগ কর্মসূচির অপেক্ষায় প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁরা এবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে পারবেন। শীঘ্রই বন বিভাগে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ হবে। আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা প্রার্থীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের যে কোনো জেলা থেকেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে। স্বাভাবিকভাবেই চাকরি প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন পদে নিয়োগ, কারা আবেদন যোগ্য, কিভাবে আবেদন জানাবেন, ইত্যাদি বিষয়ে জেনে নিতে আমাদের আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।

Forest Service Recruitment 2024

Advertisement No.06/2024-IFoS
নিয়োগকারী সংস্থাUnion Public Service Commission
মোট শূন্যপদ150 টি
আবেদনের শেষ তারিখ05.03.2024

Forest Department Vacancy Details

সম্প্রতি বন পরিষেবা বিভাগের পক্ষ থেকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের (Forest Service Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি চাকরির স্বপ্ন দেখা প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। প্রার্থীদের নিয়োগ করা হবে বন পরিষেবা বিভাগ তথা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশনের বা Indian Forest Service Examination মাধ্যমে। নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) মোট শূন্যপদের সংখ্যা ১৫০ টি। এখানে চাকরির জন্য আগে আবেদন জানাতে হবে। আর আবেদনের জন্য রয়েছে কিছু শর্ত বা মাপকাঠি। তাই অবশ্যই সমস্ত আগ্রহী প্রার্থীরা নিয়োগের আবেদন যোগ্যতা আগেই জেনে নিন।

শিক্ষাগত যোগ্যতা বা Education Qualification

যে সকল প্রার্থীরা বন বিভাগের এই নতুন নিয়োগ (Forest Department Vacancy) প্রক্রিয়ায় চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, বন বিভাগের নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক উত্তীর্ণ বা গ্র্যাজুয়েশন পাশ। আপনি যদি একজন গ্র্যাজুয়েট হয়ে থাকেন তবে নিঃসন্দেহে নতুন নিয়োগে আবেদন জানাতে পারবেন।

বয়সসীমাবেতন

বয়সসীমা: যে সকল প্রার্থীরা বন দফতরের এই নতুন নিয়োগে আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, নয়া নিয়োগে অংশগ্রহণকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। বিস্তারিত জানতে পড়ে নিন অফিসিয়াল নোটিফিকেশন।
বেতন: যে সকল প্রার্থীরা বন বিভাগের নিয়োগে যোগ্য বলে বিবেচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। সরকারি নিয়ম মেনে প্রার্থীদের বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আবেদন জানাবেন কিভাবে?

  • (A) এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। লিঙ্ক আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন।
  • (B) এরপর এই ওয়েবসাইট থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে প্রার্থীদের। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ওয়েবসাইটে মারফত অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে জমা দিন। সমস্ত পার্সোনাল ডিটেলস সঠিকভাবে উল্লেখ করুন।
  • (C) ফর্ম ফিল আপ সেরে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করবেন। এরপর আবেদন ফি জমা দিন।
  • (D) সবশেষে অ্যাপ্লিকেশনটি জমা করুন ও তার একটি কপি নিজেদের কাছে রাখতে ভুলবেন না।

নিয়োগ প্রক্রিয়াআবেদন জানানোর সময়সীমা

নিয়োগ প্রক্রিয়া: বন বিভাগের এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনরত প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ নিয়ে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। যোগ্যরা নিয়োগ পাবেন উল্লিখিত শূন্যপদে।

আবেদন জানানোর সময়সীমা: বন বিভাগের নতুন নিয়োগে আবেদন জমা দেওয়া যাবে আগামী ৫ মার্চ ২০২৪ পর্যন্ত। এরপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। তাই প্রার্থীরা অবশ্যই উল্লিখিত সময়সীমার মধ্যে নিজ আবেদন জমা করবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।

Forest Service Recruitment 2024 -এর জন্য গুরুত্বপূর্ন লিঙ্ক

Official WebsiteClick
Official notification (PDF File)Download
আরও চাকরির খবরClick

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.