দেশের LPG গ্রাহকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। কমলো রান্নার গ্যাসের দাম। মাত্র ৫০৩ টাকায় একটি সিলিন্ডার কিনতে পারবেন এরপর থেকে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী সম্প্রতি লোকসভায় ঘোষণা করেছেন যে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে কেবল বিশেষ কিছু গ্রাহকেরাই পাবেন এই সুবিধা। তবে তার মতে, সরকারের এই পদক্ষেপ গরিব ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।
কাদের জন্য এই সিদ্ধান্ত?
কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে কেবল উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের জন্য। ২০১৬ সালের ১ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উজ্জ্বলা যোজনা চালু করেন। এই প্রকল্পের উদ্দেশ্য হলো দেশের দরিদ্র পরিবারগুলিকে রান্নার জন্য পরিষ্কার ও নিরাপদ জ্বালানী প্রদান করা। বিশেষ করে, গ্রামীণ মহিলারা যাতে ধোঁয়াহীন রান্নার সুবিধা পান এবং স্বাস্থ্যঝুঁকি এড়াতে পারেন, সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় দেশের ১০.৩৩ কোটিরও বেশি পরিবার এখন LPG সুবিধা পাচ্ছে।
LPG-র দাম কত হলো?
বর্তমানে দেশে ১৪.২ কেজির গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম শহরভেদে আলাদা। দিল্লিতে সিলিন্ডারের দাম ৮০৩ টাকা, কলকাতায় ৮২৯ টাকা এবং মুম্বাইতে ৮০২.৫০ টাকা। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকরা মাত্র ৫০৩ টাকায় এই সিলিন্ডার পাবেন। সরকারের পক্ষ থেকে ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হবে, যা সরাসরি গ্রাহকদের কাজে লাগবে।
কেন কমানো হলো দাম?
ভারত তার মোট LPG চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানি করে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়লেও সরকার ভর্তুকির মাধ্যমে দেশের সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম প্রায় ৬৩ শতাংশ বেড়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য বিশেষ ভর্তুকির ব্যবস্থা করা হবে, যাতে তারা কম খরচে রান্নার গ্যাস কিনতে পারেন।
মন্ত্রী সুরেশ গোপীর বক্তব্য: লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী জানান, “২০২৩ সালের আগস্ট মাস থেকে সরকার উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস সিলিন্ডারের দাম ৫০৩ টাকায় নামিয়ে এনেছে। দেশে ১০.৩৩ কোটির বেশি মানুষ এই সুবিধা পাচ্ছেন। সরকারের লক্ষ্য হলো প্রতিটি দরিদ্র পরিবারকে রান্নার জন্য সাশ্রয়ী মূল্যে গ্যাস সরবরাহ করা।”
কোন রাজ্যগুলো অতিরিক্ত ভর্তুকি দিচ্ছে?
এছাড়াও, কিছু রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে অতিরিক্ত ভর্তুকি দিচ্ছে, যা উপভোক্তাদের জন্য আরও সুবিধাজনক হবে। যেমন, রাজস্থান, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের মতো কিছু রাজ্যে LPG রিফিলের ওপর বিশেষ ভর্তুকি দেওয়া হচ্ছে। ফলে এই রাজ্যের মানুষ আরও কম দামে গ্যাস পেতে পারেন।
এই ঘোষণায় উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা বেশ খুশি। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের লোকজন বলছেন, গ্যাসের দাম কমার ফলে তাদের মাসিক ব্যয়ে স্বস্তি আসবে। বিশেষ করে গ্রামীণ ভারতের মহিলারা যারা এখনও কাঠকয়লা বা জ্বালানি কাঠ ব্যবহার করেন, তারা এই সুবিধার কারণে পরিষ্কার ও স্বাস্থ্যকর রান্নার সুযোগ পাবেন।