ফ্রীতে রেশন! এপ্রিল মাসে কোন রেশন কার্ডে অতিরিক্ত মাল পাবে, রমজান উপলক্ষ্যে দেখে নিন

পশ্চিমবঙ্গ সরকার রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের মানুষকে বিনামূল্যে এবং নির্দিষ্ট মূল্যে খাদ্য সামগ্রী দিয়ে থাকে।এই রেশন ব্যবস্থার ফলে দেশজুড়ে বহু মানুষ উপকৃত হচ্ছেন। দেশের জনগণ প্রতি মাসেই রেশন দোকান থেকে রেশন তোলেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রকমের রেশন কার্ড রয়েছে। সেই কার্ড অনুযায়ী প্রত্যেক পরিবারের বা প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা খাদ্য সামগ্রী রেশন দোকান থেকে সংগ্রহ করেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশের জনগনের সুবিধার্থে রাজ্য সরকার প্রতিমাসে রেশন দ্রব্যের তালিকা প্রকাশ করে। প্রতিমাসে এই তালিকা প্রকাশের কারন হল রেশন ডিলারদের একাংশ গ্রাহকদের সাথে প্রতারণা করে থাকেন বলে। আগেও অনেকবার রেশন ডিলারদের প্রতারণার অভিযোগ উঠে এসেছে। উপভোক্তারা যাতে রেশনের (Free Ration) মাধ্যমে তাদের ন্যায্য খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারেন তাই প্রতিমাসে এই তালিকা প্রকাশ করা হয়।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

২০২৩ সালের এপ্রিল মাসে কোন রেশন কার্ডে কতটা পরিমাণ খাদ্যশস্য মিলবে তা জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতর।চলতি মাসে রমজান উপলক্ষে রেশনে অতিরিক্ত খাদ্যসামগ্রী দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। এপ্রিল মাসে কোন কোন রেশন কার্ডে, কোন কোন খাদ্য সামগ্রী (Free Ration) পাবেন দেখে নিন-

আরও পড়ুন – বিরাট ঘোষণা করল কেন্দ্র সরকার! রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি মিলবে

১) AAY রেশন কার্ড – অন্ত্যোদয় অনুযোজনা কার্ড হোল্ডাররা সম্পূর্ণ বিনামূল্যে মাথা পিছু ৩ কেজি চাল এবং ১৩ কেজি ৩০০ গ্রাম আটা পাবেন। আটার পরিবর্তে গম নিলে ১৪ কেজি গম পাওয়া যাবে। এছাড়াও পরিবার পিছু ১ কেজি চিনি পাবেন,তবে তার জন্য ১৩ টাকা ৫০ পয়সা দিতে হবে।

২) PHH রেশন কার্ড – অগ্রাধিকার প্রাপ্ত কার্ড থাকলে পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে ২১ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা পাওয়া যাবে। আটার পরিবর্তে গম নিলে ২ কেজি গম পাওয়া যাবে।

৩) SPHH রেশন কার্ড – এই কার্ড হোল্ডাররা পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে ২১ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন। আটার বদলে ২ কেজি গম পাবেন।
৪) RKSY-1 রেশন কার্ড – এই কার্ড হোল্ডাররা সম্পূর্ণ বিনামূল্যে ৫ কেজি করে চাল পাবেন।
৫) RKSY-2 রেশন কার্ড – এই কার্ড হোল্ডাররা সম্পূর্ণ বিনামূল্যে ২ কেজি চাল পাবেন।

free ration

গ্রাহকরা নির্দিষ্ট রেশন কার্ড অনুযায়ী সঠিক পরিমাণে নিজেদের খাদ্য সামগ্রী (Free Ration) বুঝে নেবেন। আর যদি খাদ্য সামগ্রী দেওয়ার পরিমাণ এবং যে মূল্য ধার্য (Free Ration) করা হয়েছে, তার থেকে কম পরিমাণে কোথাও খাদ্য সামগ্রী দেওয়া হলে গ্রাহকেরা পশ্চিমবঙ্গ খাদ্য এবং সরবরাহ দপ্তরের নম্বরে অভিযোগ জানাতে পারেন। গ্রাহকরা এই ১৯৬৭ এবং ১৮০০৩৪৫৫০৫ নম্বরে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও Whatsapp Chatbot নম্বর ৯৯০৩০৫৫৫০৫ তেও অভিযোগ জানাতে পারেন।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন