Advertisement

সোনার দামে বড় চমক ! একটানা তিনদিন ধরে ভারতীয় বাজারে অব্যাহত সোনার দাম, হলমার্কের বাজার কত জেনে নিন

Advertisement

gold and silver price today on 4th april 2022 in kolkata

নিউজ ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের জেরে গত কয়েকদিন ধরেই আকাশছোঁয়া হয়েছিল সোনার দাম।সোনার দাম রেকর্ড তৈরি করবে বলে আশঙ্কায় ছিল সকলেই। তবে যুদ্ধের ধাক্কা কাটিয়ে অনেকটাই দাম কমেছে সোনার।ভারতীয় বাজারে ৫১ হাজার টাকার উর্ধ্বেই রয়েছে ১০ গ্রাম পাকা সোনার দাম। চলতি সপ্তাহে পরপর তিনদিন ধরেই সোনার দাম একই রয়েছে।তবে শুধু সোনা নয় বিগত কয়েকদিনের তুলনায় রূপোর দামেও বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে।তবে যে হারে সোনার দাম বাড়ছিল তাতে নাভিশ্বাস অবস্থা হয়েছিল সাধারণ মানুষের।আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে। আর সোনার দাম বাড়লেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের।

Advertisement

চৈত্র মাস শেষ হতে খুব একটা বেশিদিন নেই। তারপরই বৈশাখ মাস মানেই বিয়ের মরশুম। আর এই সময়টাতে সোনা কেনার হিড়িক অনেকটাই বেড়ে যায় বাঙালিদের মধ্যে।তাই বিয়ের মরশুমের আগে লাগাতার দাম কমায় মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের।একটানা তিনদিন ধরে ভারতীয় বাজারে সোনার দাম অব্যাহত রয়েছে।ভারতীয় বাজারে ফের অর্থবর্ষের শুরুতে সোনার দাম কমায় ভিড় বাড়ছে দোকানে।বিয়ের আগে এটাই সোনা কেনার মোক্ষম সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।তবে সোনা কেনার আগ্রহ বছরভর থাকে মানুষের মধ্যে।

তবে শুধু সোনাই নয়, রূপোর দাম কমেছে অনেকটা।২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭, ৯৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৪৬০ টাকা। তবে পাকা সোনার দাম ৫১ হাজার ছাড়িয়ে গেছে। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৬৬,৬৮০ টাকা।

Join Join