গরম থেকে স্বস্তি মিলছে না এখনই। এপ্রিলের জ্বালাপোড়া গরমে (Heatwave Alert) ভুগতে হবে আরও কিছুদিন। সপ্তাহ জুড়ে চলবে তাপপ্রবাহের। লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সপ্তাহের শুরুতে অল্প বৃষ্টি হলেও তার ফলে কমবে না গরম। বরং অত্যাধিক গরমে প্রাণ অষ্ঠাগত হবে পশ্চিমবঙ্গের নয় জেলার বাসিন্দাদের। রোদের চোখরাঙানি উপেক্ষা করে স্কুল-কলেজের পথে নিষেধাজ্ঞা। সোম ও মঙ্গলবার তাপমাত্রা একটু কম থাকলেও বুধ থেকে ফের মাথাচাড়া দেবে অত্যাধিক গরম।
চলতি বছরের উষ্ণতার পারদ পার করেছে ৫০ বছরের রেকর্ড। মার্চের শেষ থেকে উষ্ণতা বৃদ্ধি, এপ্রিলে এসে ফুটন্ত দক্ষিণবঙ্গকে দেখে আশঙ্কিত বঙ্গবাসী। গত বছরেও গরম পড়েছিল, তবে মাঝে সাময়িক বৃষ্টি এনেছিল স্বস্তি। এবছর যেন বৃষ্টির দেখা নেই। দেখা নেই দিনের শেষে কালবৈশাখীর। চৈত্র শেষ হয়ে বৈশাখের বেশ কিছুদিন কেটে গেছে এরমধ্যে একদিনও ঝেঁপে বৃষ্টি নামেনি বঙ্গে।
দীর্ঘ বৃষ্টিহীনতায় কার্যত চাতক পাখি হয়ে উঠেছে রাজ্যের মানুষ। উত্তরবঙ্গ ভিজলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। এর মধ্যে হাওয়া অফিসের রেড এলার্ট আরও চিন্তায় ফেলেছে মানুষকে। চলতি সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ বা Heatwave চলবে বঙ্গে। বিশেষ করে সতর্কতা দক্ষিণবঙ্গের নয় জেলার জন্য। আলিপুর হাওয়া অফিসের তরফে খবর, বুধ থেকে ফের মাথাচাড়া দেবে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে হিটওয়েভ।
তাপমাত্রা পেরিয়ে যাবে ৪০ ডিগ্রির কোঠা। ৪২-৪৩ ডিগ্রি তাপমাত্রা পেরোলেও সেটা অবাক হওয়ার বিষয় নয়! সোম ও মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় উক্ত দুদিনেও তাপপ্রবাহ চলবে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলার দুএক জায়গায় চরম তাপপ্রবাহের সর্তকতা (Heatwave Alert) জারি হয়েছে।
বুধ পেরোতে বৃহস্পতি ও শুক্রবার চরম তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের ৯ জেলাতে। তালিকার মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, ও বীরভূম। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে জারি থাকছে সর্তকতা। হাওয়া অফিস সূত্রে খবর, এপ্রিল মাস জুড়ে দক্ষিণবঙ্গের জ্বালাপোড়া গরম
থাকবে। পাশাপাশি, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে তাপমাত্রা বাড়বে।
সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, এর আগে ১৯৮০ সালের এপ্রিলে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড তাপমাত্রা ছুঁয়েছিল কলকাতা। তার পর থেকে কলকাতার তাপমাত্রা ৪০.৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করেছে। কেবলমাত্র ২০০৯ ও ২০১৬ সালে চল্লিশের উপরে কলকাতার তাপমাত্রা ছিল একটানা আট দিন। ২০২৩ সালে একটানা পাঁচ দিন চল্লিশের কোঠা পেরিয়েছিল কলকাতার পারদ। যদিও চলতি বছরে এখনো পড়ে রয়েছে বাকি এপ্রিল ও গোটা এ মে মাস। তাপমাত্রার পরিস্থিতি কি হবে, তা নিয়ে শঙ্কিত বঙ্গবাসী।