পশ্চিমবঙ্গের কর্মসংস্থান নিয়ে প্রবল অসন্তোষ চাকরিপ্রার্থীদের মধ্যে। পড়াশোনা শেষ হলেও চাকরির হাহাকার রাজ্য জুড়ে। হাজার চেষ্টা করেও নিয়োগের সুযোগ পাচ্ছেন না অনেকে। আবার অনেকে চাকরি পেয়েও রাস্তায় বসে আন্দোলন করছেন। পশ্চিমবঙ্গের এই ভয়াবহ পরিস্থিতি সারা দেশে আলোচনার বিষয় হয়েছে। পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আঙুল তুলছেন অন্যান্য রাজ্যের নেতা মন্ত্রীরাও।
একদিকে লোকসভা ভোটপর্বে উত্তাল দশা, অন্যদিকে হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া ২৬ হাজার প্রার্থীর ক্রন্দন! মুখ্যমন্ত্রী চুপ কেন? আওয়াজ তুলেছিলেন বিরোধীরা। এমতবস্থায় বিরাট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী Mamata Banerjee জানিয়েছেন, সারা রাজ্য জুড়ে ১০ লক্ষ নতুন পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে উথাল-পাথাল পরিস্থিতি পশ্চিমবঙ্গে। চাকরি পেয়েও রাস্তায় বসে দিনের পর দিন আন্দোলন, বিক্ষোভ করছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। গতকাল ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর তাঁদের মধ্যে কেউ কেউ বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ডাবল ডাবল চাকরি হবে। তাঁরা একটিমাত্র চাকরি পেয়েছিলেন, আর সেই চাকরিও টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। তাঁদের জীবন থেকে শখ, আহ্লাদ, আনন্দ সব দূরে চলে গেছে বলে উল্লেখ করেন চাকরি প্রার্থীরা। রাজ্য সরকার কেন তাদের দিকে চাইছে না, তার জন্যই ক্ষোভ জমা হচ্ছে তাঁদের মনে।
গতকাল আদালতের নির্দেশে বাতিল হয়েছে ২৬ হাজার চাকরি। এসএসসির সমস্ত নিয়োগ বাতিল (SSC Recruitment Scam) করে দিয়েছে হাইকোর্ট। বাতিল হওয়া চাকরির প্রার্থীদের এতদিনের বেতন সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ এসেছে হাইকোর্টের তরফে। চাকরি বাতিল সিদ্ধান্তের পর ভোট প্রচার মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া প্রার্থী দের পাশে রয়েছে রাজ্য সরকার। তিনি বলেন সরকার প্রার্থীদের জন্য লড়াই করবে। কেউ যেন কোন ঝুঁকি না নেন, কোনোরূপ চিন্তা না করেন।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেন, রাজ্য জুড়ে ১০ লক্ষ শূন্যপদে নতুন চাকরি তৈরি হচ্ছে। এই চাকরিতে নিয়োগ দেওয়া হবে পশ্চিমবঙ্গের বহু যুবক-যুবতীদের। যদিও প্রত্যেকটি চাকরির বিষয় এখনো পর্যন্ত খোলসা পড়ে বলেননি মুখ্যমন্ত্রী। কিভাবে নিয়োগ হবে, কোন কোন পদে নিয়োগ হবে, কিভাবে আবেদন জমা করা যাবে সে সকল বিষয় এখনো পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। যদিও রাজ্য সরকার সূত্রে খবর, খুব শীঘ্রই এই বিষয়ে জানতে পারবেন চাকরিপ্রার্থীরা।