PM Vishwakarma Yojana: রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও যে সদা সর্বদা দেশের জনগণের জন্য তৎপর থাকেন তা তাদের কার্যকলাপেই বোঝা যায়। কেন্দ্রীয় সরকার দেশবাসীর জন্য নানান যোজনা বা প্রকল্পের ব্যবস্থা করেছেন। যাতে করে বহু মানুষ উপকৃত হচ্ছে তেমনি একটি জনপ্রিয় প্রকল্প গুলোর মধ্যে অন্যতম পিএম বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana)।
মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি এই বছরের সবথেকে উল্লেখযোগ্য প্রকল্প হল পিএম বিশ্বকর্মা যোজনা ২০২৪। কীভাবে আবেদন করবে এই PM Vishwakarma প্রকল্পে এবং এই প্রকল্প থেকে কী কী সুবিধা পেতে পারেন মানুষ তাও জানবো আমরা আজকের এই প্রতিবেদন।
PM Vishwakarma Yojana থেকে কী কী সুবিধা মিলবে?
পিএম বিশ্বকর্মা যোজনা ২০২৪ এই প্রকল্পে মানুষ প্রতিদিন ৫০০ টাকা করে পেতে পারেন অর্থাৎ মাসিক তার একাউন্টে ১৫০০০ টাকা দেবে সরকার। অত্যন্ত লাভজনক একটি প্রকল্প, তাই আজই এই প্রকল্পে আবেদন করুন। ইতিমধ্যেই সারা দেশ জুড়ে এই প্রকল্পে আবেদন জমা পড়ছে তাই যথাশীঘ্র সম্ভব এই যোজনায় নিজের নাম নথিভুক্ত করুন।
এবার জেনে নিন কী আসলে এই পিএম বিশ্বকর্মা যোজনা? এই যোজনার আওতায় ১৮টি ঐতিহ্যবাহী ব্যবসাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই যোজনায় ব্যক্তিদের প্রাথমিক দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে, যার বিনিময়ে তাঁরা পাবেন প্রতিদিন ৫০০ টাকা উপবৃত্তি। এছাড়াও থাকছে ঋণ দেওয়ার ব্যবস্থা। তাদের সরঞ্জাম কেনার জন্য ১৫ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া ব্যবস্থা রয়েছে। এরই পাশাপাশি থাকছে ১ লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিক ঋণের ব্যবস্থা। নির্ধারিত সময়ের মধ্যেই যদি কোন ব্যক্তি সেই ঋণ পরিশোধ করে দিতে পারেন তাহলে তিনি আরো অতিরিক্ত দু’লক্ষ টাকার ঋণ পেতে পারেন।
এই যোজনা আবেদন করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র দরকার সেগুলি হল মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী, আধার কার্ড, রেশন কার্ড আবেদনকারীর যদি রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে তাঁর পরিবারের সকল সদস্যের আধার নম্বর প্রয়োজন। আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে প্রথমে একটি অ্যাকাউন্টও খুলতে হবে যা csc hand holding প্রক্রিয়া দেখাশোনা করবে।
এই যোজনায় আবেদন করতে গেলে প্রথমে pmvishwakarma.gov.in এই পোর্টালে গিয়ে আবেদন করতে হবে কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি। এই যোজনা আবেদনের জন্য নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। এই সুবিধা শুধুমাত্র পরিবারের একজন সদস্যের জন্যই সীমাবদ্ধ। জেনে রাখা প্রয়োজন কোন ব্যক্তি যদি সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন সেক্ষেত্রে তিনি বা তাঁর পরিবারের সদস্যরা এই স্কিমের জন্য যোগ্য নয়। তাই আবেদন করবার আগে সমস্ত নিয়ম নীতি জেনে তবেই আবেদন করবেন।