ইন্টারভিউ প্রশ্ন: প্রত্যেকের স্বপ্ন থাকে উচ্চশিক্ষা লাভ করে একটা ভাল চাকরি করার। আর সেই স্বপ্ন পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টাও করে। চাকরি পাওয়ার লক্ষ্যে একের পর এক প্রতিযোগিতা মুলক পরিক্ষাও দেয়। তবে চাকরির জন্য বিশেষ প্রস্তুতি নিতে হয়। চাকরি পাওয়ার জন্য পরিক্ষার্থীদের কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হয়।
প্রথমে হয় লিখিত পরিক্ষা। লিখিত পরীক্ষায় পাশ করার পর সফল প্রার্থীদের ইন্টারভিউ (Interview Questions) এর জন্য ডাকা হয়।
চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন পর্যায় হল ইন্টারভিউ। কারন ইন্টারভিউতে প্রার্থীদের ইন্টারভিউয়ারদের মুখোমুখি হয়ে নানান প্রশ্নের উত্তর দিতে হয়। যারা ইন্টারভিউ নেন তারা বিভিন্ন পাঠ্য বিষয়ের পাশাপাশি জীবন সম্পর্কিত নানান প্রশ্ন জিজ্ঞাসা করেন। ইন্টারভিউতে (Interview Questions) এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যা শুনে প্রার্থীরা একপ্রকার ঘাবরে যান। যদিও এই প্রশ্নগুলোর উত্তর প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে। আজ এমনি কিছু প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক-
আরও পড়ুন – দক্ষিণবঙ্গে ভ্রমণে যেতে চান? আপনার জন্য রইলো দক্ষিণবঙ্গের সেরা ১০ টি ভ্রমণস্থান
এখানে কিছু ইন্টারভিউ প্রশ্ন (Interview Questions) দেওয়া হল।
- ১) প্রশ্নঃ- বাংলার গদ্যের জনক কাকে বলা হয়?
উত্তরঃ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। - ২) প্রশ্নঃ-MSS কোন দেশের গোয়েন্দা সংস্থা?
উত্তরঃ- চীন। - ৩) প্রশ্নঃ- ২০০৬ সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ- জার্মানি। - ৪) প্রশ্নঃ-ভারতের প্রথম উপগ্রহের নাম কি?
উত্তরঃ- আর্যভট্ট। - ৫)প্রশ্নঃ- ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ- ডক্টর রাজেন্দ্র প্রসাদ। - ৬) প্রশ্নঃ-বিহার বাংলা থেকে কবে পৃথক হয়?
উত্তরঃ- ১৯১২ সালে।
- ৭) প্রশ্নঃ- হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
উত্তরঃ- মহানদী। - ৮)প্রশ্নঃ-করগাম কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তরঃ- তামিলনাড়ু। - ৯) প্রশ্নঃ- এমন কোন জিনিস যাকে যতই পরিষ্কার করা হয় ততই কালো হয়ে যায়?
উত্তরঃ- ব্ল্যাকবোর্ড। - ১০) প্রশ্নঃ- ছোটনাগপুর মালভূমির প্রধান নদীর নাম কী?
উত্তরঃ- দামোদর। - ১১) প্রশ্নঃ- পল্লব বংশের রাজধানীর নাম কী ছিল?
উত্তরঃ- কাঞ্চি। - ১২) প্রশ্নঃ- ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি?
উত্তরঃ- আরাবল্লী পর্বত।
- ১৩) প্রশ্নঃ- ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ সম্মান কোনটি?
উত্তরঃ- দ্রোণাচার্য পুরস্কার। - ১৪) প্রশ্নঃ- দিল্লির প্রাচীন নাম কী ছিল?
উত্তরঃ- ইন্দ্রপ্রস্থ। - ১৫) প্রশ্নঃ- এমন কোন জিনিস যা মেয়েদের স্নানের পরেও ভিজে যায় না?
উত্তরঃ- ছায়া (বিভ্রান্ত করার জন্যই প্রশ্নের মধ্যে মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়েছে)।
আরও পড়ুন – ইন্টারভিউ প্রশ্ন: কী না থাকলে মেয়েদের বিয়ে হয় না, জানেন কি?