Madhyamik Result 2023 – মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ জানা গেল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে মাধ্যমিকের ফলাফল প্রকাশের (Madhyamik Result 2023) দিনক্ষণ জানালেন। মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানেই তিনি সাংবাদিকদের সামনে ইঙ্গিত দিয়েছিলেন আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে।
আগামী ১৯ মে শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটে লিখেছেন, “আগামী ১৯ মে, শুক্রবার সকাল ১০ টায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করা হবে। তারপর দুপুর ১২টায় মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও এসএমএসের মাধ্যমেও রেজাল্ট (Madhyamik Result 2023) জানা যাবে। পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই ফলাফল জানা যাবে।
19th May, 2023, Friday, 10 AM the Results of Madhyamik Pariksha 2023 shall be declared by WBBSE.
— Bratya Basu (@basu_bratya) May 10, 2023
আগামী ১৯ মে শুক্রবার মাধ্যমিকের ফল (Madhyamik Result 2023) প্রকাশিত হতে চলেছে।
পর্ষদ সূত্রের খবর ইতিমধ্যেই মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়ে গিয়েছে। পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ট্যাবুলেশনও হয়ে গিয়েছে। এখন চূড়ান্ত রেজাল্ট তৈরির কাজ চলছে। Madhyamik Result 2023 ফল প্রকাশের জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার, পর্ষদের তরফে তার সবই নেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু দিন গোনার অপেক্ষা।
এবছর সবচেয়ে কম সময়ের মধ্যে ফল প্রকাশ হতে চলেছে। আড়াই মাসের মাথায় এবারের মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে। মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে বলে আগেই নিশ্চিত করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গাপাধ্যায়। সে অনুযায়ী সম্ভাব্য তারিখও জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই সময় খানিকটা এগিয়ে নিয়ে এসেছে পর্ষদ। আগামী ১৯ মে ফল প্রকাশিত হতে চলেছে।