SBI Bank Account 0 শহর থেকে গ্রাম সমস্ত জায়গাতেই এসবিআই এর শাখা রয়েছে। দেশের কোটি কোটি নাগরিকের অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। এসবিআই এর সবমিলিয়ে প্রায় ৪০ কোটি গ্রাহক রয়েছে। এসবিআই (SBI Bank Account) সব স্তরের গ্রাহকদের উন্নত পরিষেবা দিয়ে থাকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম ব্যাঙ্কগুলির মধ্যে একটি ব্যাংক। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এসবিআই বিভিন্ন স্কিম বা নতুন নতুন নিয়ম আনে।
মুলত গ্রাহকদের কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একাধিক নতুন নিয়ম চালু করছে। কিছুদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং (WhatsApp Banking) চালু করেছিল। গ্রাহকদের ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এসবিআই পরিশ্রম করে চলেছে। সাধারণত সব ব্যাঙ্কেরই নিয়ম সেভিংস অ্যাকাউন্টে (SBI Bank Account) ন্যূনতম ব্যালেন্স রাখতেই হবে, না হলে জরিমানা করা হয়। আরও কি কি সুবিধা পাবেন চলুন জেনে নেওয়া যাক।
বেসিক সেভিংস অ্যাকাউন্ট (BSBD) কি?
এসবিআই এর এই অ্যাকাউন্টে (SBI Bank Account) ন্যূনতম ব্যালেন্স রাখার কোন প্রয়োজন নেই। এমনকি কোন এটিএম চার্জও লাগবে না। পাশাপাশি সুদ পাওয়া যাবে সমান হারে। সাধারণ সঞ্চয় অ্যাকাউন্ট অনুযায়ী এই অ্যাকাউন্টে সুদ পাওয়া যাবে। SBI তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে বেসিক সেভিংস অ্যাকাউন্ট (BSBD) আনার পরিকল্পনা করেছে। বেসিক সেভিংস অ্যাকাউন্ট খুললে গ্রাহককে বিনামূল্যে Rupay ডেবিট কার্ড দেওয়া হয়। আর এই ডেবিট কার্ডে কোনও বার্ষিক চার্জও নেই।
আরও পড়ুন – LPG Gas- দুর্গাপুজোর উপহার দিল কেন্দ্র! উৎসবের মুখেই রান্নার গ্যাসের দাম কমিয়ে দেওয়া হল।
দেশের যেকোনো নাগরিক এই অ্যাকাউন্ট (SBI Bank Account) খুলতে পারবেন। কেওয়াইসি নথি পূরণ করে সকলেই এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই বেসিক সেভিংস অ্যাকাউন্ট (Basic SBI Bank Account) অনেকটা সাধারণ সঞ্চয় অ্যাকাউন্টের মতোই। এই অ্যাকাউন্ট খোলার আগে eKYC করা খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাকাউন্টে যেমন ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই, তেমনি সর্বোচ্চ ব্যালেন্সেরও কোনো সীমা নেই। এমনকি এই SBI Bank Account থেকেও এটিএম বা ব্যাঙ্ক শাখা থেকে টাকা তুলতে পারবেন।
SBI Bank Account এর বেসিক সেভিংস অ্যাকাউন্টে কি কি সুবিধা পাওয়া যাবে ?
- ১) কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দ্বারা জারি করা চেক আমানত বিনামূল্যে হবে।
- ২) এই অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য কোনো চার্জ লাগবে না।
- ৩) NEFT / RTGS-এর মতো ইলেকট্রিক পেমেন্ট চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানো বা নেওয়ার জন্য চার্জ দিতে হবে না।
- ৪) RuPay এটিএম কাম ডেবিট কার্ড বিনামূল্যে দেওয়া হবে এবং এটি বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য কোনো চার্জ দিতে হবে না।
- ৫) অ্যাকাউন্ট (SBI Bank Account) বন্ধ করার জন্য কোনো চার্জ লাগবে না।
আরও পড়ুন – Fixed Deposit বা ফিক্সড ডিপোজিটে ৯% পর্যন্ত সুদ দিচ্ছে, এই ৭ টি ব্যাঙ্কে, মাত্র ৭ দিনে।