PM Kisan 20th installment- পিএম কিষাণ প্রকল্পের ২০তম কিস্তির টাকা পাবেন এবার এই কৃষকরা

PM Kisan 20th installment – কৃষকদের জন্য সুখবর। পিএম কিষাণ প্রকল্পের ২০তম কিস্তির টাকা ছাড়ার ঘোষণা করল কেন্দ্র। এখনো পর্যন্ত ১৯টি কিস্তি দেওয়া হয়েছে। দেশের কোটি কোটি কৃষক বসেছিলেন পরবর্তী টাকা কবে ঢুকবে সেই প্রতীক্ষায়। অবশেষে সেই আশার আলো দেখা গেল—কেন্দ্র জানাল, খুব শীঘ্রই ২০তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে। কিন্তু তার সঙ্গেই রয়েছে এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।
আরও পড়ুন – পিএম কিষান যোজনার ভাতা ৬০০০ থেকে বেড়ে ৯০০০, পাবেন কেবল এই কৃষকরাই | PM-Kisan Samman Nidhi
সব কৃষকই এই টাকা পাবেন না। যাঁরা প্রকৃত উপযুক্ত ও নিয়ম মেনে আবেদন করেছেন, তাঁদেরই নাম রাখা হয়েছে সুবিধাভোগীদের তালিকায়। আপনি কি এই তালিকায় আছেন? কিভাবে জানবেন নিজের স্টেটাস? জেনে নিন বিস্তারিত।
কে কে পাবেন না এই (PM Kisan 20th installment) কিস্তির টাকা?
১. ই-কেওয়াইসি না করা থাকলে:
সরকার জানিয়েছে, পিএম কিষাণ যোজনার টাকা পেতে ই-কেওয়াইসি বাধ্যতামূলক। এটি না থাকলে ২০তম কিস্তির টাকা মিলবে না।
সরাসরি PM Kisan ওয়েবসাইটে গিয়ে OTP-এর মাধ্যমে সহজেই ই-কেওয়াইসি সম্পন্ন করা যায়।
আরও পড়ুন – বাড়িতে ৩০,০০০ টাকা উপার্জন করা যায়, এই ৭ টি উপায়ে – online earning Way
২. তথ্য ভুল থাকলে:
নথিভুক্তির সময় নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নম্বর বা অন্য তথ্য ভুল দিলে কিস্তির টাকা আটকে যেতে পারে। এ ধরনের সমস্যা হলে দ্রুত জেলা কৃষি দফতরে গিয়ে সংশোধন করতে হবে।
৩. ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকলে:
ব্যাঙ্কের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এটি না থাকলে সরকার টাকা পাঠাতে পারবে না।
আপনার নাম তালিকায় আছে কি না, জানবেন কীভাবে?
১. যান PM Kisan অফিসিয়াল ওয়েবসাইটে
২. হোম পেজে “Beneficiary Status” অপশনে ক্লিক করুন
৩. আপনার আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে স্টেটাস চেক করুন
৪. আপনার নাম তালিকায় থাকলে পরবর্তী কিস্তির অর্থ আপনার অ্যাকাউন্টে আসবে
নাম না এলে কী করবেন?
যদি আপনার নাম না আসে বা অন্য কোনও সমস্যা দেখা দেয়, যোগাযোগ করুন নিচের যেকোনো মাধ্যমে—
ইমেল: pmkisan-ict@gov.in হেল্পলাইন নম্বর: 155261, 1800-11-5526 (Toll Free), 011-23381092