PM SVANidhi Loan : আধার কার্ড দেখান, আর পান ৫০ হাজার টাকার লোন! গ্যারান্টার ছাড়াই

কোভিডের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন স্ট্রিট ভেন্ডার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের সহায়তার জন্য কেন্দ্র সরকার ২০২০ সালে শুরু করে ‘প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা’ (PM SVANidhi)।
এই স্কিমে শুধু আধার কার্ড থাকলেই পাওয়া যায় ৫০ হাজার টাকা পর্যন্ত লোন (Personal Loan), কোনও গ্যারান্টারের প্রয়োজন নেই। প্রথমে ১০ হাজার টাকার লোন দেওয়া হয়, তা সময়মতো শোধ করলে পাওয়া যায় ২০ হাজার টাকা। দ্বিতীয় লোনও (Personal Loan) নিয়ম মেনে পরিশোধ করলে তৃতীয় ধাপে ৫০ হাজার টাকার ঋণ নেওয়া যায়।
লোন (Loan) পেতে হলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক
লোন পেতে হলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। যে কোনও সরকারি ব্যাঙ্কে বা PM SVANidhi ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যায়। আবেদন করার সময় আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এবং ই-কেওয়াইসি করতে হবে।
এছাড়াও স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সুপারিশপত্র জমা দিতে হয়। এতে ভবিষ্যতে অন্যান্য সরকারি স্কিমের সুবিধাও পাওয়া যায়।
এই যোজনায় চার ধরনের ক্ষুদ্র ব্যবসায়ী আবেদন করতে পারেন। সুদের হার নির্ভর করে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের (যেমন RRBs, SFBs, NBFCs) নীতির ওপর।
এই Loan সম্পর্কে সংক্ষেপে বিবরণ
সংক্ষেপে:
➡️ আধার কার্ড থাকলেই আবেদন করা যায়
➡️ গ্যারান্টার লাগবে না
➡️ ধাপে ধাপে সর্বোচ্চ ৫০,০০০ টাকার লোন
➡️ অনলাইন বা ব্যাঙ্কের মাধ্যমে আবেদন



