Saturday, October 26, 2024
HomeGovt SchemePM Svanidhi Yojana - সরকার দিচ্ছে ৫০ হাজার টাকা, কারা পাবেন এই...

PM Svanidhi Yojana – সরকার দিচ্ছে ৫০ হাজার টাকা, কারা পাবেন এই সুবিধা, জেনে নিন।

PM Svanidhi Yojana – দেশের ছোট দোকানদার, ফুটপাতের হকার, ফেরিওয়ালা থেকে শুরু করে রাস্তায় দাঁড়িয়ে যারা যেকোনো ধরনের জিনিস বিক্রি করেন, সেই সমস্ত মানুষদের সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এক বিশেষ প্রকল্প নিয়ে আসা হয়েছিল। যখন করোনা সংক্রমণের কারণে দেশ জুড়ে লকডাউন (Covid Lockdown) হয়, সেই সময় লক্ষ লক্ষ মানুষ তাদের চাকরি হারিয়েছিলেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কাজ খুইয়ে রাস্তার ধারে কেউ হয়তো চায়ের দোকান দিয়েছেন, কেউ হয়তো সবজি বিক্রি করেছেন, আবার কেউ বাড়ি বাড়ি বিভিন্ন জিনিস ফেরি করে বেরিয়েছেন। পেটের ভাত যোগানোর জন্য সেই সময় কাজ হারানো লক্ষ লক্ষ মানুষ এই পথ বেছে নিয়েছিলেন। আর সেই দিকে নজর দিয়েই সেই সময়ে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (PM Svanidhi Yojana) নামে একটি প্রকল্প নিয়ে আসা হয়।

যে প্রকল্পের মাধ্যমে ফুটপাতের হকার, ফেরিওয়ালা থেকে ছোট দোকানদার সকলেই আর্থিক সহায়তা পাবেন। ঋণের আকারে তাদের সেই সাহায্য করে দেওয়া হবে। যাতে সেই লোন নেওয়ার পরে তারা ব্যবসা বাড়িয়ে তাদের উপার্জন বেশ কিছুটা বাড়াতে পারেন এবং ঋণ শোধ করতে পারেন।

আরও পড়ুন – Ayushman Card – এই প্রকল্পে আবেদন করেছেন ? মিলবে মাথাপিছু ৫ লক্ষ টাকার সুবিধা

কারা আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (PM Svanidhi Yojana).

মূলত রাস্তার ধারে খাবারের দোকান, চায়ের স্টল, নাপিত, মুচি, লন্ড্রি, পানওয়ালা, সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, সহ হরেক রকম জিনিস নিয়ে ফুটপাতে বা রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করছেন, তারাই এই সুবিধার আওতায় আসবেন।
যেকোনো সরকারি ব্যাংকে গিয়ে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার (PM Svanidhi Yojana) ফর্ম পূরণ করে জমা দিতে হবে। তার সঙ্গে আধার কার্ড জমা দিতে হবে। ঋণ অনুমোদন হয়ে গেলেই ব্যাংক সেই ঋণ প্রদান করবে।

কি কি সুবিধা মিলবে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায়।

কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পে (PM Svanidhi Yojana) পথের দোকানদার থেকে শুরু করে ফেরিওয়ালা, হকারদের জন্য 50000 টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ঋণ নেওয়ার জন্য কোনো গ্যারান্টারের প্রয়োজন হবে না। অর্থাৎ গ্যারান্টি ছাড়াই ব্যাংগুলি থেকে ছোট ব্যবসায়ীরা এই লোন নিতে পারবেন। (Loan will Provide Collateral Free) যারা করোনা সংক্রমণের কারণে কাজ খুইয়ে রাস্তার ধারে জিনিসপত্র বিক্রি করে দিন গুজরান করেছেন, তাদের সেই ব্যবসা বাড়িয়ে যাতে রোজগার আরো বাড়তে পারেন, সেই দিকে লক্ষ্য রেখেই এই লোন দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

এই সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে পারেন। প্রথমে ১০ হাজার টাকা লোন দেওয়া হবে। শোধ করার জন্য ১ বছর বা ১২ মাস সময় পাবেন ওই ব্যবসায়ী। কিস্তিতে টাকা শোধ করতে পারবেন। এইভাবে ধাপে ধাপে তিনি 50000 টাকা পর্যন্ত ব্যবসার জন্য ঋণ পাবেন।

আরও পড়ুন – Snehaloy Housing Scheme – আবাস যোজনার কথা ভুলে যান, এই প্রকল্পে আবেদন করলেই ১ লাখ ২০ হাজার টাকা পেয়ে যাবেন বাড়ি করার জন্য।

Prabir Biswas
Prabir Biswashttp://sakalerbarta.com
আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments