Primary TET News Today – পার্থ চট্টোপাধ্যায় বিস্ফোরক ইঙ্গিত করলেন! কাকে ইঙ্গিত করতে চাইলেন, “সবাই হাই প্রোফাইল”

Primary TET News Today – নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিলেন ইডি। এক বছর ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলেই রয়েছেন। তিনি বেশ কয়েকবার আদালতে জামিনের জন্য আবেদন করেছেন এবং আদালতে দাবি করেছেন এসএসসি দুর্নীতি (Primary TET News Today) কাণ্ডে তিনি যুক্ত নন। কখনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে, কখনও বা অন্য কোনও কারণ উল্লেখ করে জামিনের আর্জি জানিয়েছেন।

Advertisements

জামিনের জন্য একাধিক আইনজীবী ও নিয়োগ করেছেন। কিন্তু তাতেও কোন লাভ হয়নি, প্রতিবারই তার জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। তাই প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনও জেল থেকে বেরোতে পারেননি। সোমবার ফের একবার পার্থ নিজের জামিনের জন্য আর্জি করেন। নিজেকে নির্দোষ দাবি করে পার্থ চট্টোপাধ্যায় আদালতের কাছে দাবি করেন তাঁকে ফাঁসানো হয়েছে। আমি যাদের সঙ্গে কাজ করতাম তাঁরাই আমার শত্রু ছিল। আমি তাদের শাস্তি দিতে চাই। এহেন মন্তব্য করে নিজের জামিন মঞ্জুর করার দাবি করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

এছাড়াও প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন নিয়োগে (Primary TET News Today) মন্ত্রী হিসেবে আমার কোনও ভূমিকা নেই। এসএসসি বোর্ডের মাধ্যমে চলে। একটা অংশ নিয়োগের কাজ করে। নিয়োগ প্রক্রিয়ার ব্যাখ্যায় পার্থ বলেন এসএসসি নিয়োগে মন্ত্রীর কোনও ভূমিকা নেই। ক্যাবিনেট সচিব রিপোর্ট করেন প্রধান সচিবকে। প্রধান সচিব রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীকে, এটাই নিয়োগ পদ্ধতি।

Advertisements

আরও পড়ুন – Teachers Arrested – জেলবন্দি ৪ শিক্ষক কত টাকা দিয়ে চাকরি পান? জানলে চমকে যাবেন

পার্থ এও জানান আমি টাকা নিয়ে কাউকেই চাকরি দেইনি। এই দুর্নীতির (SSC Scam) সঙ্গে আমার কোনওভাবেই যোগাযোগ নেই। এহেন মন্তব্য করে পার্থ বিচারকের কাছে কাতরভাবে জামিনের জন্য আর্জি জানান। একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জামিনের আবেদন করেও কোন লাভ হয়নি। আদালতে পার্থর জামিন নাকচ হয়েছে।

নিয়োগ দুর্নীতি (Primary TET News Today) মামলায় আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের এই ধরনের বিস্ফোরক দাবিতে কার্যত তোলপাড় শুরু হয়ে গিয়েছে। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুখে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ উঠে আসার কারনে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী হঠাৎ মুখ্যমন্ত্রীর নাম নিলেন কেন? পার্থ চট্টোপাধ্যায় কোন দিকে ইঙ্গিত করতে চাইলেন এই নিয়ে জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে।

যদিও ইডি (ED) পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট মেমোয় আগেই জানিয়েছেন গ্রেফতারির পর পার্থ মোট চার বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেও কোন লাভ হয়নি। কারন প্রাক্তন শিক্ষামন্ত্রীর ফোনের কোন সাড়া দেননি মুখ্যমন্ত্রী। নিয়োগ দুর্নীতি (Primary TET News Today) মামলায় নতুন করে আর কার কার নাম প্রকাশ্যে আসতে চলেছে এখন সেটাই দেখার পালা।

আরও পড়ুন – Asha Karmi Recruitment – দুর্দান্ত সুখবর! রাজ্যে ফের আরো একবার নতুন করে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল।

Advertisements
Join Join