Advertisement

Primary TET Scam – ৪২,৫০০ জন শিক্ষক নিয়োগে, প্রায় ৬০০০ শিক্ষককে ছাড় দিয়েছেন হাইকোর্ট।

Advertisement

Primary TET Scam – রাজ্যে একের পর এক নিয়োগ দুর্নীতি সামনে আসছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষক নিয়োগ দূর্নীতি। বেশ কিছুদিন আগে কোটে অনিয়মের অভিযোগে চাকরি গেছে প্রায় ৩২ হাজার শিক্ষকের। কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ এই নির্দেশ দিয়েছিলেন তাদের চাকরি থেকে বহিঃস্থ করায়। যদিও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ কিছুটা পরিবর্তন করে দিয়েছেন।

চাকরিতে দুর্নীতির (Primary TET Scam) অভিযোগে এই ৩২ হাজার শিক্ষকের চাকরি থেকে বহিঃস্থিত করা নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এর বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ বলেছিলেন বিচারে বিলম্ব হলে যেমন বিচারে ক্ষতি হয় তেমন খুব তাড়াতাড়ি ভাবে বিচার করতে গেলে বিচারে অনেক রকম ত্রুটি থেকে যেতে পারে।

Advertisement

আরও পড়ুন – WBBPE Primary Scam – পর্ষদের বিরুদ্ধে হতে চলেছে নতুন মামলা জানালেন আইনজীবী তরুণজ্যোতি !

ভারতীয় বিচারব্যবস্থা অনুযায়ী কোন ব্যক্তি যতক্ষণ না দোষী বলে প্রমাণিত হন ততক্ষণ তাকে নির্দোষ হিসাবেই গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে কোনো প্রকার শাস্তি প্রদান করা যাবে না। এই দুর্নীতির অভিযোগ আশায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন আগামী তিন মাসের মধ্যে ইন্টারভিউ নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করার। বিচার শেষ হওয়ার আগেই ৩২ হাজার শিক্ষককে চাকরি থেকে বহিঃসৃত করা অথবা পার্শ্ব শিক্ষকের গেটে মাইনে দেওয়ার কি কোন প্রয়োজন ছিল সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের দেওয়া শিক্ষক নিয়োগে দুর্নীতি (Primary TET Scam) নির্দেশকে স্বীকৃতি দিয়েছেন।

বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ৩২ হাজার শিক্ষকের চাকরি এখন চলে যেতে পারে। ২০১৬ সালে হওয়া টেট অনুযায়ী ৪২,৫০০ জন শিক্ষক নিয়োগের (Primary TET Scam) জন্য শূন্য পদের বিজ্ঞপ্তি বের করা হয়েছিল। কিন্তু সেই সময় ইন্টারভিউয়ে গরমিল থাকায় কোর্ট এখন আবারো ইন্টারভিউয়ের নির্দেশ দিয়েছেন। তবে এই নতুন ব্যবস্থা থেকে d.el.e d প্রাপ্ত প্রায় ৬০০০ শিক্ষককে ছাড় দিয়েছেন হাইকোর্ট।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে বর্তমানে শুধু প্রাইমারি টেট শিক্ষক নিয়োগে নই একে একে বেরিয়ে আসছে বহু চাকরি চুরি দুর্নীতি মামলা যাদের মধ্যে উল্লেখযোগ্য হল এসএসসি চাকরি চুরি, পৌরসভার চাকরি চুরি, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে (Primary TET Scam) চাকরি চুরি প্রভৃতি। তবে এই সমস্ত মামলাগুলি বর্তমানে কোর্টে চলছে এবং সাধারণ মানুষ হাইকোর্টের ওপর ভরসা রেখেছে এবং এখন প্রত্যেকেই এই মামলাগুলির কি রায় বেরোবে সেই ভরসায় রয়েছে।

আরও পড়ুন – TET Interview Date – টেট পরীক্ষায় প্রার্থীদের ইন্টারভিউয়ের ২৬ মে তলব করলো পর্ষদ!

Join Join