Primary TET – মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাস না করেই পেয়ে গেছেন প্রাথমিক শিক্ষক এর চাকরি।

Primary TET – প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা চলছে হাইকোর্টে। বিভিন্ন সময় বেরিয়ে আসছে বিভিন্ন নতুন নতুন চাকরিতে গরমিল। আবার এক দেখা গেল প্রাথমিক শিক্ষক নিয়োগে গড়মিলের ছবি মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাস না করেই পেয়ে গেছেন প্রাথমিক শিক্ষক এর চাকরি! পর্ষদের দেয়া এই নতুন তথ্যে। শোরগোল পড়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। সবচেয়ে বেশি গরমিলের ছাপ উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২০১৪ সালে যে টেট পরীক্ষা (Primary TET) নেওয়া হয় সেই টেট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে ২০১৬ সালে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হয় ৪২ হাজার ৫০০ জনকে। কিন্তু জানা যায় সেই নিয়োগের মধ্যে ছিল বিরাট গরমিল তাই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ আবারো লিস্ট বের করতে নির্দেশ দেন এবং সেই নির্দেশ মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ,এবার জেলাভিত্তিক কাট অফ মার্কস এর লিস্ট প্রকাশ করল।

আরও পড়ুন – Aadhar Update – এবার বাড়ি বসেই করুন আধারের সমস্ত আপডেট।

এই নতুন লিস্টে দেখা গিয়েছে, লিস্টে থাকা বহু চাকরিপ্রাপকেরই উচ্চমাধ্যমিকের স্কোর শূন্য মাধ্যমিকেও অনেকের স্কোর শূন্য অথবা তারা ১০% এর কম নাম্বার পেয়েছে। কিন্তু এই নাম্বার নিয়ে তারা কিভাবে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ (Primary TET) হল সে বিষয়ে থেকে যাচ্ছে এক বিরাট প্রশ্ন।

২০১৪ সালের টেট (Primary TET) এবং ২০১৬ সালের ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে ছিল এক বিরাট গরমিল। নতুন লিস্ট আসার পর সেটিংস স্পষ্ট এবং সেরকমই অভিযোগ অনেক আগে থেকেই তুলছিল চাকরি প্রার্থীরা। ২০১৬ সালে ইন্টারভিউ এবং নিয়োগে সংরক্ষণ নীতি সংরক্ষণ নীতি ও ইন্টারভিউয়ের নিময় মানা হয়নি। এমনকি যারা এই সময় প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary TET) হয়েছেন তাদের অনেকের অ্যাপটিচিউড টেস্ট না নিয়েই ইচ্ছামতো নম্বর দিয়ে দেয়া হয়। এই মামলাতেই পর্ষদকে কাট অফ মার্কস প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ Primary TET ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। যদিও পরবর্তীকালে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করা হলে ডিভিশন বেঞ্চ এটিকে স্থগিতাদেশ দিয়েছে এবং বলেছে এই সমস্ত টিচারকে বর্তমানে প্যারা টিচারের গ্রেডে মাইনে দেয়া হবে। এবং এদেরকে আবারও ইন্টারভিউ দিতে হবে।

তবে এবার ইন্টারভিউতে দুর্নীতি রুখতে বেশ কড়া ব্যবস্থা নিয়েছে পর্ষদ। এবারে ইন্টারভিউ তে প্রার্থীরা যে নাম্বার পাবে সেই নাম্বার সরাসরি আপলোড করে দেয়া হবে পর্ষদের সার্ভারে, তার সঙ্গে সঙ্গে থাকছে পুরো ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাপি। তার সঙ্গে ইন্টারভিউ এর সময় থাকবে চক ডাস্টার যেখানে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে সামনে ক্লাস নিয়েও দেখাতে হবে।

আরও পড়ুন – Primary TET – হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালের নিয়োগ তালিকা প্রকাশ করল পর্ষদ! ফেড় বেনিয়মের অভিযোগ।