Advertisement

SBI গ্রাহকদের জন্য সুখবর! বিশেষ গুরুত্বপূর্ণ সুবিধা চালু করল SBI, Aadhaar কার্ড থাকলে মিলবে সুবিধা।

SBI (State Bank of India) দেশের একটি বৃহত্তম ব্যাঙ্ক হল। দেশ জুড়ে SBI-এর প্রচুর গ্রাহক সংখ্যা রয়েছে।
গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্কের তরফে প্রায়ই নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। এবারেও গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে SBI এক বিশেষ সুবিধা চালু করেছে। State Bank of India জানিয়েছে যে কোনও কেন্দ্রীয় প্রকল্পে নাম নথিভুক্তির ক্ষেত্রে এখন Aadhaar Card বাধ্যতামূলক।

কেন্দ্রের সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পের সুযোগ নেওয়ার ক্ষেত্রে Aadhaar ভিত্তিক নাম নথিভুক্তিকরণ আর সহজ করে দিল স্টেট ব্যাংক। কেন্দ্র সরকার আগেই জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রের নানা প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য Bank Account এর সঙ্গে Aadhaar Link করাতেই হবে। মোদি সরকারের এই নিয়মের পথেই এবার SBI অগ্রসর হলেন। গ্রাহকদের সুবিধার জন্যই SBI বা State Bank of India এই বড় পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন – বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন করলে ৫ লক্ষ টাকা মিলবে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

SBI-এর তরফে যা জানানো হয়েছে?

কেন্দ্র সরকারের আর্থ সামাজিক প্রকল্পগুলির সুযোগ নেবেন যে সব গ্রাহক তাঁদের ওই সব প্রকল্পের নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে শুধুমাত্র Aadhaar Card নিয়ে এলেই হবে বলে State Bank of India’র তরফে জানানো হয়েছে। অর্থাৎ Bank Account’র Passbook বা অন্যান্য নথির দরকার নেই। শুধু Aadhaar Card আনলেই কাজ হয়ে যাবে।

অর্থাৎ গ্রাহকদের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং অটল পেনশন যোজনার মতো প্রকল্পগুলির সুবিধা নেওয়ার জন্য গ্রাহকদের আর ব্যাংকে পাসবুক নিয়ে যেতে হবে না।
তাঁদের শুধুমাত্র Aadhaar Card আনলেই হবে। অর্থাৎ State Bank of India’র যে কোন শাখায় জারা নাম তুলতে আসবেন কিংবা Customer Service Point বা CSP-তে আসবেন, তাঁদের আর Passbook বা অন্যান্য নথির দরকার পড়বে না।

SBI-এর তরফে জানানো হয়েছে গ্রাহকদের সামাজিক নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা চালু করা হয়েছে। কেবলমাত্র কেন্দ্র সরকারের প্রকল্পগুলির ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। State Bank of India-এর এই শর্ত মানা না হলে এবার থেকে কেউ আর কেন্দ্রের কোনও প্রকল্পের কোনও সুযোগ পাবেন না।

আরও পড়ুন – Electricity Bill – অবশেষে বিদ্যুৎ বিল নিয়ে স্বস্তির খবর! কি ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী

Related Articles

Back to top button