Advertisement

মিনিকেট চাল বলে রেশনের পোকা চাল বিক্রি করছে কিছু অসাধু চাল ব্যবসায়ী,এদের থেকে বাঁচতে এক্ষুনি সচেতন হন

Some unscrupulous rice traders are selling ration insect rice called Miniket rice

Advertisement

নিউজ ডেস্কঃ বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজি নতুন নয়।তবে এবার গ্রাম ও শহরের ঘরে ঘরে ঢুকে পরেছে এই অসাধু ব্যবসায়ী। কিছু অসাধু ব্যবসায়ী গ্রামে গ্রামে গিয়ে মিনিকেট চালের লোভ দেখিয়ে রেশনের পোকা চাল বিক্রি করছে।মিনিকেট চালের কেজি প্রতি দাম ৪৫ টাকা বলছে এবং পরে সেই দাম কমিয়ে ৩২ টাকা কেজি দরে বিক্রি করছে। সেই চাল বিক্রি করে তারা টাকা নিয়ে সাথে সাথেই চলে যাচ্ছে।


কিন্তু পরে চালের প্যাকেট খুললে তাতে দেখা যাচ্ছে মিনিকেট চালের জায়গায় রয়েছে রেশনের চাল। আর সেই রেশনে চালে রয়েছে প্রচুর পোকা।এমনকি শহরাঞ্চলেও প্যাকেটে মিনিকেট চাল ভরে বলে রেড়াচ্ছে বাসমতী রাইস।কিন্তু বাসমতী রাইস তারা নিজেদের পকেটে রেখে কম দামে বাসমতী বলে মিনিকেট চাল বিক্রি করে চলে যাচ্ছে।


পরে চালের বস্তায় দেওয়া +91 9800 579472/+91 91 53 539633/ +91 62 96977164 নম্বরে যোগাযোগ করলে তারা বলছে এই সম্পর্কে কোনো তথ্য তাদের কাছে নেই।এই অসাধু ব্যবসায়ীদের থেকে বাঁচতে এক্ষুনি সচেতন হন। যদি আপনাদের এলাকায় এই অসাধু ব্যবসায়ীরা ঘুরে বেড়ায় তবে দ্রুত স্থানীয় থানায় অভিযোগ জানাবেন।

Related Articles

Back to top button