Swasthya Sathi New Update – নতুন রূপে স্বাস্থ্য সাথী কার্ড, বাড়ানো হল আরও বেশি সুবিধে ! নতুন নিয়ম নিয়ে এলো রাজ্য।

Advertisement

পশ্চিমবঙ্গের জনগণের যেকোনো রোগের চিকিৎসার খরচার অভাবে যাতে কোন মানুষের মৃত্যু না হয় তা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছিল (Swasthya Sathi New Update) স্বাস্থ্য সাথী প্রকল্প। এই প্রকল্প পেয়ে উপকৃত পশ্চিমবঙ্গের বহু মানুষ। বর্তমানে এই প্রকল্পের আওতায় থাকা মানুষেরা আরও বেশ কিছু নতুন সুবিধা পেতে চলেছেন বলে জানানো হয়েছে সরকারি তরফে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্য সরকার এক নতুন নোটিসের মাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পের অন্তর্ভুক্ত মানুষেরা যেকোনো রোগ অনুমানের পরীক্ষার জন্য আরো বেশি পরিমাণে অনুদান পেতে চলেছেন। জানানো হয়েছে এই প্রকল্পের আওতায় থাকা ব্যক্তি স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫ হাজার টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন। তবে সরকারি তরফে একটি শর্ত রাখা হয়েছে, সেটি হল যে ল্যাব থেকে পরীক্ষা করাতে হবে সেই ল্যাবটি অবশ্যই NABH বা National Accreditation Board for Hospitals দ্বারা স্বীকৃত হতে হবে।

Advertisement

এছাড়া এই নোটিশের মাধ্যমে আরো জানানো হয়েছে, আগামী দিনে স্বাস্থ্য সাথী প্রকল্পের (Swasthya Sathi New Update) আওতায় থাকা ব্যক্তিগণ,পেসমেকার, স্টেন্ট, টাইটেনিয়াম প্লেট সহ প্রভৃতি উন্নতমানের যন্ত্রাংশ কেনার জন্য অনুদান পেতে পারেন। বর্তমানে রাজ্য সরকারি তরফে স্বাস্থ্য সাথীর আওতায় যেকোনো মেডিকেল টেস্ট করার জন্য পাঁচ হাজার টাকা অব্দি অনুদান দেন রাজ্য সরকার, এবারে নতুন নিয়মে সেটিকে বাড়িয়ে ২৫ হাজার টাকা অব্দি করা হলো।

Advertisement

রাজ্য সরকার বেশ কিছু মাস ধরে লক্ষ্য করছেন বেসরকারী হাসপাতাল গুলি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বিভিন্ন বেনিয়ম করছে। সেই বেনিয়মকে রুখতেই একটি নতুন টিম গঠন করেছে রাজ্য সরকার। এই টিম বিভিন্ন বেসরকারি হাসপাতাল গুলিকে খুঁটিয়ে দেখবে যে সেখানে কোনরকম বেনিয়ম করা হচ্ছে কিনা। মূলত স্বাস্থ্য সাথীর কার্ড দিয়ে বিল পেমেন্ট করলে অনেক সময় বিল বাড়িয়ে তৈরি করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। যার ফলে সরকারের অনেক ক্ষতি হয়। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে এই টিম।

তবে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসাথীর কার্ডে আরো একচেটিয়া নতুন সুবিধা নিয়ে আসায় খুশি হয়েছেন রাজ্যের বেশিরভাগ মানুষ। এই প্রকল্প আসার আগে রাজ্যের অনেক মানুষই পয়সার অভাবে ঠিকঠাক মতো চিকিৎসা করাতে পারত না, কিন্তু এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে সেই জিনিসটি অনেকটাই দূরে চলে গিয়েছে। আবারো বিভিন্ন নতুন নিয়মের মাধ্যমে মানুষের জন্য এটিকে আরো সুবিধাজনক করে দিতে চায় রাজ্য সরকার।

Advertisement

Leave a comment