Vande Bharat – রেল প্রেমীদের জন্য নতুন সুখবর! খবরটি জানালেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার ভারতের প্রিমিয়াম এবং দ্রুত গতি ট্রেন বন্ধে ভারতে (Vande Bharat Sleeper) জুড়বে স্লিপার কোচ। বেশ কিছুদিন আগেই আভাসের মাধ্যমে তা জানিয়ে দেন রেলমন্ত্রী খোদ। বর্তমানে ভারত ধীরে ধীরে উন্নত থেকে আরো উন্নততর হচ্ছে এবং তার সঙ্গে উন্নতি পাচ্ছে ভারতের রেলওয়ে। পুরী থেকে হাওড়া গ্রামীণ ছেলের কমার্শিয়াল রানের দিন রেল রেলমন্ত্রী খোদ জানান খুব শীঘ্রই বন্দে ভারতের স্লিপার কোচের (Vande Bharat Sleeper) নকশা তৈরি করা হবে এবং যা এক বছরের মধ্যেই মানুষ দেখতে পাবে।
জানা গিয়েছে নতুন বন্দে ভারত দেখতে অনেক আলাদা হবে এবং কোচগুলির ধরনও অনেকটা আলাদা হতে পারে। এই নতুন স্লিপার কোচের বন্দে ভারত (Vande Bharat Sleeper) ঘন্টায় ২৪০ কিমি বেগে ছুটতে পারবে। বলা হচ্ছে এই নতুন বন্দে ভারতে প্রিমিয়াম ট্রেড শতাব্দী রাজধানী থেকেও বেশি ভালো ব্যবস্থা থাকবে এবং আরামদায়ক হবে। এবং এই নতুন ট্রেনটির গতিবেগ ও এই সমস্ত ট্রেন গুলির থেকে চল্লিশ শতাংশ বেশি হবে। যা মানুষের গুরুত্বপূর্ণ সময় অনেকটা বাঁচাবে।
আরও পড়ুন – Jio Recharge Plans – Jio-র একটা রিচার্জে পরিবারের সকলে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
ইতিমধ্যেই চেন্নাইয়ের আইসিএফে বন্দে স্লিপার এক্সপ্রেসের (Vande Bharat Sleeper) নকশা নিয়ে কাজ করছে রেল বিভাগ। ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে এই নকশা কাজ শেষ হয়ে যাবে বলে মনে করছে রেল মন্ত্রক। সূত্রের খবর বর্তমানের বন্দে ভারতের থেকে স্লিপার কোচের (Vande Bharat Sleeper) বন্দে ভারত প্রায় 40-50 শতাংশ দেখতে পরিবর্তন হতে পারে সেটি ভেতরের কোচের ডিজাইন থেকে বাইরের কোচের আউট লুক সমস্ত কিছুতেই বেশ খানিকটা পরিবর্তন দেখা যাবে এই নতুন স্লিপার বন্দে ভারতে।
খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে, আর একটি নতুন রুটে বন্দে ভারত ট্রেন, এটি পশ্চিমবঙ্গের তৃতীয় বন্দে ভারত। এটি নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত চলবে। অলরেডি এই ট্রেনে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এই ট্রেনের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে রেলের আলিপুরদুয়ার ডিভিশনকে। সমস্ত কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকে চলা শুরু করতে পারে পশ্চিমবঙ্গের এই তৃতীয় বন্দে ভারত ট্রেনটি।
গুয়াহাটি থেকেই হবে এই ট্রেনের উদ্বোধন। যদিও এর আগে উত্তর বঙ্গবাসী হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি দাবি পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বন্দে ভারত পেয়েছে, এবার তারা পেতে চলেছে আরো একটি নতুন বদলে ভারত যেটি পশ্চিমবঙ্গের তৃতীয় বন্দে ভারত যেটি চলবে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি অব্দি। এই নতুন ট্রেন গুলিতে উত্তরবঙ্গের মানুষ যে কতটুকু উপকৃত হয়েছেন সেটি আর বলার বাহুল্য রাখেনা।