Group D Recruitment – রাজ্যে ফের নতুন একটি চাকরির সুযোগ। এই চাকরিতে আবেদন জানতে পারবেন আপনারা সবাই। অষ্টম শ্রেণী পাস থেকেই চাকরি। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে আরও ভালো। জেলা আদালতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হচ্ছে। এক নয়, একাধিক পদে নিয়োগ। উচ্চতর বেতন ও ভালো চাকরিতে আবেদন জানাতে ইচ্ছুক থাকলে আজকের প্রতিবেদন ভালো করে পড়ে নিন। এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো। যদি আপনি আবেদন জানাতে চান, তার আগে সম্পূর্ণ বিবরণ জেনে নেওয়া বাধ্যতামূলক।
WB Group D Recruitment 2024 Details (রাজ্যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ ২০২৪)
পশ্চিমবঙ্গের জেলা আদালতে গ্রুপ ডি, ক্লার্ক সহ একাধিক পদে কর্মী নিয়োগ হচ্ছে। যে যে পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে সেগুলি হল- i) Group D ii) Lower Division Clerk iii) Upper Division Clerk iv) Process Server এবং v) Seal Bailiff পদের জন্য। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ১০০ এর বেশি। এবার জেনে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রার্থীদের সুবিধার্থে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করা হলো।
শিক্ষাগত যোগ্যতা
রাজ্যের এই নিয়োগ প্রক্রিয়ায় অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশে প্রার্থী নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতায় পার্থক্য রয়েছে। আবেদনকারীরা অবশ্যই অফিশিয়াল নোটিশটি দেখে তবে আবেদন জানাবেন।
বয়স সীমা
যে সকল প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা জেনে নিন এই আবেদন প্রক্রিয়ায় বয়স হতে হবে ১/১/২৪ তারিখের নিরিখে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো – বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আপার ডিভিশন ক্লার্ক পদের বেতন ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকার মধ্যে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেতন ২২,৬০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকার মধ্যে হবে। গ্রুপ ডি পদের বেতন ৪৩,৬০০ টাকার মধ্যে হবে। প্রসেস সার্ভার পদের বেতন হবে ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকার মধ্যে হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে পদ বিশেষে বেতনের পার্থক্য হবে। যে পদের জন্য নিয়োগ পাবেন সেই অনুযায়ী প্রতি মাসে বেতন।
আবেদন পদ্ধতি
এই নিয়োগের আবেদন প্রক্রিয়া চলবে অনলাইন মাধ্যমে। যারা আবেদন জানাতে আগ্রহী, তাঁরা ভিজিট করুন www.calcuttahighcourt.gov.in কিংবা bankura.dcourts.gov.in এই ওয়েবসাইট দুটির যেকোনো একটিতে। ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করে জমা দিয়ে দিতে হবে। বাকি প্রক্রিয়া পেয়ে যাবেন সংশ্লিষ্ট ওয়েবসাইটে।
আবেদনের সময়সীমা
যদি এই নিয়োগে আবেদন জানাতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন ২৪/০৬/২৪ তারিখের মধ্যে। সময়সীমা পেরিয়ে গেলে আবেদন জমা নেওয়া হবে না।
Offcial Notification for West Bengal District Judge Bankura Group D & Clerk Recruitment 2024 – Download PDF
Offcial Website Apply Online – Click Here