কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ১৩ হাজার শুন্যপদে GDS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

চাকরি-প্রার্থীদের জন্য বিশাল বড় সুখবর রয়েছে। যে সমস্ত চাকরি-প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য নতুন একটি চাকরির খবর রয়েছে। গ্রামীণ ডাক সেবক (GDS Recruitment) অর্থাৎ GDS পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলায় জেলায় এই নিয়োগ করা হবে। কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই চাকরি-প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দীর্ঘদিন ধরে রাজ্যে কোন নিয়োগ প্রক্রিয়া হয়নি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে এবার নতুন করে জেলায় জেলায় কর্মী নিয়োগ (Post Office GDS Recruitment) করা হবে। গ্রামীণ ডাক সেবক (Post Office GDS Recruitment) পদে চাকরি রত কর্মীদের মোটা অংকের বেতনও দেওয়া হবে।সকল মাধ্যমিক পাস চাকরি-প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে এই চাকরি সমন্ধে বিস্তারিত তথ্য জেনে নিন-

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

পদের নাম – গ্রামীণ ডাক সেবক অর্থাৎ GDS পদেকর্মী নিয়োগ (Post Office GDS Recruitment) করা হবে।এর সঙ্গে সরকারি গ্রামীণ ডাক সেবক পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সহ আরও বিভিন্ন পদে পোস্ট অফিসের কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ – মোট ১৩ হাজার শুন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
গ্রামীন ডাক সেবক পদে- পোস্ট অফিসে ৫ হাজার ৭৬৪ জন।
সহকারী গ্রামীন ডাক সেবক পদে- ৭ হাজার ৮২ জন।
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে- ২৭৫ জন নিয়োগ করা হবে।
মেইল গার্ড পদে- ১২০ জন নিয়োগ করা হবে।
ইন্সপেক্টর পদে- ৬০ জন কর্মী নিয়োগ করা হবে।

মাসিক বেতন- গ্রামীন ডাক সেবক পদে চাকরিপ্রাপ্ত কর্মীদের বার্ষিক ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং সহকারী গ্রামীন ডাক সেবক পদে চাকরিপ্রাপ্ত কর্মীদের বার্ষিক ১ লক্ষ ৬১ হাজার ১০০ টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি- কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই চাকরিপ্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস– আবেদনের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন সেগুলি হল-
১)মাধ্যমিকের অ্যাডমিট কার্ড,
২)কাস্ট সার্টিফিকেট,
৩)পাসপোর্ট সাইজের ফটোকপি,
৪)চাকরি পার্থীর নিজস্ব সিগনেচার,
৫)শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
৬)অন্যান্য ডকুমেন্টস।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এই নিয়োগের (Post Office GDS Recruitment) ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। আপনি কি মাধ্যমিক পাস করে কোন সরকারি চাকরির খোঁজ করছেন,তাহলে আর দেরি না করে গ্রামীন ডাক সেবক পদে চাকরির জন্য আবেদন করে ফেলুন।

আরও পড়ুন- রাজ্যে লাইব্রেরিয়ান পদে ৭৩৮ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.