
WB Voter List 2025 PDF Download – ২০২৫ সালের ভোটার তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। অনেক ভোটারের নাম বাদ পড়েছে নতুন তালিকায়। আপনার নামের পাশে যদি ‘Deleted’ লেখা থাকে তবে বুঝতে হবে এটি বাতিল হয়েছে আর যদি ফাঁকা থাকে তবে নিশ্চিন্ত থাকুন। লিস্টের পি ডি এফ (PFD) দেওয়া আছে নীচের লিঙ্কে। আপনার জেলা নির্বাচন করে ডাউনলোড করে নিন তালিকা আর দেখ নিন আপনার নামটি এখনো ভোটার লিস্টে আছে কি না।
ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে এস আই আর কর্মসূচি। পশ্চিমবঙ্গে ৪ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলেছে ক্যাম্প। খসড়া তালিকা বেরাবে ১৬ ডিসেম্বর। এস আই আর তালিকায় কারোর নাম বাদ গেলে তিনি ভোটার হিসেবে আর গণ্য হবেন না। যাই হোক, সেই তালিকার অপেক্ষায় বসে ছিলেন সকলে। কিন্তু ভোটারদের সুবিধার্থে এবার তার আগেই ২০২৫ সালের বার্ষিক ভোটার রিভিসান লিস্ট প্রকাশ করেছে কমিশন। এর ফলে আর ১৬ তারিখ অবধি অপেক্ষা করতে হবে না।
কীভাবে ডাউনলোড (WB Voter List 2025 PDF Download) করবেন পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ২০২৫?
১. প্রথমে সংশ্লিষ্ট অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের জেলা নির্বাচন করতে হবে।
২. জেলার পাশে থাকা “Download Now” অপশনে ক্লিক করার পর নতুন পেজে রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ নির্বাচন করতে হবে।
৩. এরপর District অপশন থেকে জেলা, Assembly Constituency থেকে নিজের বিধানসভা কেন্দ্র বেছে নিতে হবে।
৪. ভাষা নির্বাচন করার সুযোগও থাকছে—বাংলা অথবা ইংরেজি। এরপর Roll Type অংশে গিয়ে “Final Roll 2025” সিলেক্ট করতে হবে।
৫. ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করার পর নিজের ভোট কেন্দ্র খুঁজে নিতে হবে। অংশ নম্বর জানা থাকলে সার্চ বক্সে লিখলে দ্রুত বুথের তথ্য পাওয়া যাবে।
৬. সবশেষে ভোট কেন্দ্রের পাশে থাকা Select বক্সে টিক দিয়ে “Download Selected PDF”-এ ক্লিক করলেই ভোটার তালিকা ডাউনলোড শুরু হবে।
ডাউনলোড (WB Voter List 2025 PDF Download)শেষ হলে ভোটাররা খুঁটিয়ে দেখে নিতে পারবেন তাঁদের নাম, পরিবারের সদস্যদের নাম এবং তাঁদের বুথে কোন কোন নাম ‘DELETED’ হিসেবে চিহ্নিত হয়েছে। কোনও অসঙ্গতি চোখে পড়লে বা নাম সংক্রান্ত সমস্যা থাকলে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO) কিংবা নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশন।



