WBSSC Scam – শিক্ষক নিয়োগ শূন্যপদ নিয়ে এক বিরাট মন্তব্য আইনজীবী ফিরদৌসী সামিম।
WBSSC Scam – স্কুল সার্ভিস কমিশন প্রাথমিক শিক্ষক উচ্চ প্রাথমিক শিক্ষক প্রভৃতি নিয়ে বিভিন্ন ঝামেলা বর্তমানে লেগেই রয়েছে। এর মধ্যেই সামনে এলো এর মধ্যেই সামনে এলো একটি নতুন খবর। উচ্চ প্রাথমিকের জন্য শিক্ষক নিয়োগ (WBSSC Scam) প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে না এই প্রক্রিয়া শুরু হতে এখনো বেশ কিছুটা অপেক্ষা করতে হবে চাকরিপ্রার্থীদের। আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি এমনই এক রায় দিলেন।
এই রায় প্রদানের দিন কোর্টে উপস্থিত ছিলেন এসএসসি এর চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার। তাদের পক্ষে আইনজীবী কোর্টে আবেদন করেন নিয়োগ প্রক্রিয়া (WBSSC Scam) শুরু করার জন্য এবং সেই আবেদনের এই রায় দিলেন আজ হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রিতাম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
উচ্চ প্রাথমিকে যে ১৪ হাজার এর বেশি শূন্য পদের জন্য নিয়োগ (WBSSC Scam) করা শুরু হয়েছিল সেই নিয়োগ আপাতত স্থগিত রাখতে হবে। বর্তমানে এসএসসি কে ইন্টারভিউ এর সমস্ত তালিকা বের করতে হবে এবং এমনভাবে বের করতে হবে যাতে সমস্ত পরীক্ষাথী এই তালিকা দেখতে পান। যারা অনলাইনে আবেদন করেছিলেন তারা যাতে প্রত্যেকের আবেদন পত্র অনলাইনের মাধ্যমে দেখতে পান এমন ব্যবস্থা রাখতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।
আরও পড়ুন – WB Primary TET – এসএসসি দুর্নীতি মামলায় নয়া মোড় ! কোনরকম প্রতিপাত্র ছাড়া এই চাকরিতে নিয়োগ।
জুন মাসে তৃতীয় সপ্তাহে এই মামলার শুনানি তার আগেই এই সমস্ত কিছু করে ফেলতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। ইন্টারভিউ তালিকা এবং অনলাইন আবেদন পত্র দেখার পর যদি কারোর মনে কোন সংশয় থাকে তাহলে সে কোট কে সে বিষয়ে জানাতে পারে। ফলে বোঝাই যাচ্ছে আপাতত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ স্থগিত রাখা হচ্ছে।
চাকরিপ্রার্থীদের তরফের আইনজীবী ফিরদৌস শামীম এ বিষয়ে বলতে গিয়ে জানান, এসএসসি ইন্টারভিউ নেওয়ার পরে ফের উত্তরপত্রের মূল্যায়ন করা শুরু করেছে, তাহলে অবশ্যই তাদের আরো একবার নতুন করে অনলাইনে আবেদন করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল। তাছাড়া গত সাত বছর ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় প্রচুর শূন্য পদ বেড়েছে তার ফলে স্কুল সার্ভিস কমিশনের (WBSSC Scam) উচিত এই শূন্য পদ গুলিকেও একটি লিস্টের মাধ্যমে সামনে নিয়ে আসা।
যেহেতু শিক্ষার আইন অনুযায়ী 6 থেকে ১৪ বছর পর্যন্ত সমস্ত শিশুকে স্কুলে যেতে হবে এবং শিক্ষা গ্রহণ করতে হবে তার ফলে অবশ্যই উচ্চ প্রাথমিকের শূন্য পদের সংখ্যাও অনেক বেড়েছে। সাত বছর আগে যে শূন্য পদ ছিল তা কখনও একই থাকতে পারেনা কিন্তু স্কুল সার্ভিস কমিশন (WBSSC Scam) এখনো সেই পুরনো শূন্য পদই দেখাচ্ছে। অবিলম্বে শূন্য পদ আপডেট করার আবেদন আমরা জানাচ্ছি।
আরও পড়ুন – Primary TET – ৩২ হাজার প্রাথমিক শিক্ষক দুর্নীতিতে এক বিরাট মন্তব্য বিচারপতির বিকাশরঞ্জন ভট্টাচার্য।