Advertisement

Labour Card – পশ্চিমবঙ্গের এই প্রকল্প এর মাধ্যমে সকলে পাবেন প্রতিমাসে ১০০০ টাকা।

Advertisement

এই প্রকল্পে অর্থাৎ Labour Card এর জন্য কিভাবে আবেদন করবেন?

এই প্রকল্পের অর্থাৎ Labour Card এর আওতায় পশ্চিমবঙ্গে বসবাসকারী দিনমজুর, শ্রমিক সহ বিভিন্ন ক্ষেত্রে খেটে খাওয়া মানুষদের ভাতা প্রদান করার মাধ্যমে সহায়তা করা হয়। তা ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমস্ত জনসাধারণের সাহায্যের জন্যই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প শুরু করা হয়েছে।

Advertisement

এই প্রকল্পগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো নির্মাণ শ্রমিক প্রকল্প বা Labour Card. যদিও পশ্চিমবঙ্গ জনসাধারণের কাছে এটি লেবার কার্ড নামেই পরিচিত। তবে আপনি কি ভাবে পেতে পারেন এই Labour Card জানতে হলে পুরো প্রতিবেদন টি পড়ুন। এছাড়াও এই লেবার কার্ডে চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে নানা প্রকারের সুবিধা রয়েছে।

Labour Card থাকলেই নিজের অ্যাকাউন্টে সরাসরি ১০০০ টাকা পেয়ে যাবেন। শুধুমাত্র আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই লেবার কার্ড বানাতে পারবেন। তবে এই প্রকল্পে কারা নাম নথিভুক্ত করতে পারবে তা আগে আপনাকে জানতে হবে।

বাড়িতে বসেই হাতে পেয়ে যাবেন Ration Card, কিভাবে পাবেন বিস্তারিত জেনে নিন

এই প্রকল্পে কারা নাম নথিভুক্ত করতে পারবেন:-
১)পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সকল কর্মীরা ভবন, সড়কপথ, রেল, ট্রামলাইন, বিমানবন্দ, বিজলি ও জল সরবরাহ ব্যাবস্থা, টেলিফোন, পাইপ লাইন ইত্যাদি কাজ নির্মাণ রক্ষণাবেক্ষণ ও ইমারত ভাঙ্গার এর কাজে যুক্ত রয়েছেন। তারা এই Labour Card এর জন্য আবেদন করতে পারবেন।

২)বয়স অবশ্যই ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
৩)এক বছরের মধ্যে অন্ততপক্ষে ৯০ দিন কাজের যুক্ত থাকতে হবে।
এই প্রকল্পে আবেদন করবেন কীভাবে:- পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী কল্যাণ পর্ষদের ২৭ নং ও ৩১ নং ফর্মে আবেদন করতে হবে। ফর্মের সঙ্গে জামা দিতে হবে-

ক) চার কপি পাসপোর্ট মাপের ছবি।
খ) বয়সের প্রমাণপত্র হিসাবে কোনও শংসাপত্র অথবা ভোটার পরিচয়পত্র/রেশন কার্ডের প্রত্যায়িত নকল।
লেবার কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পাবেন:-
১) কাজ করার সময় দুর্ঘটনার কারণে চোট পেলে চিকিৎসার জন্য ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত অনুদান পাবেন।

২) অন্যদিকে দুর্ঘটনার কারণে কাজ করতে অক্ষম হয়ে গেলে ওই ব্যক্তি এককালীন ২৫,০০০ টাকা পাবেন।
৩) সুবিধাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মাসিক পেনশন ব্যবস্থা আছে। এখনও এই প্রকল্পে আবেদন করেননি তারা আর দেরি না করে এক্ষুনি আবেদন করে এর সুবিধা উপভোগ করুন।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Sunita Mallick.

সুখবর! সমস্ত মহিলাদের ফ্রীতে সেলাই মেশিন দিচ্ছে সরকার, কীভাবে আবেদন করবেন জানুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button