Adhar card update – বর্তমানে আধার কার্ড যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি তা নিয়ে কোনও সন্দেহ নেই।আমজনতার জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২২ সালের নভেম্বর মাসে সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে প্রতি ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করতে হবে। অর্থাৎ আধার কার্ডের যদি দশ বছর বয়স তাহলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে আপডেট করাতে হবে। আর যদি আপডেট করানো না হয়, তাহলে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে।
অর্থাৎ প্রত্যেক ভারতীয় নাগরিকদের আধার কার্ডের বয়স ১০ বছর হয়ে গেলে আধার কার্ড আপডেট (Adhar card update) করা বাধ্যতামূলক। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তরফে এমনটাই জানানো হয়েছে।ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইণ্ডিয়া জানিয়েছে নাগরিকদের স্বার্থেই আধার কার্ডকে বর্তমান পরিচয়ের প্রমাণ ও ঠিকানার প্রমাণ সহ আপডেট রাখা আবশ্যিক।
আরও পড়ুন – Krishak Bandhu Prakalpa – মিলবে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা! সময় থাকতে এই কাজ করুন।
আধার কার্ড আপডেট (Adhar card update) করা জরুরি কেন?
গত এক দশকে আধার কার্ড ভারতীয় নাগরিকদের সর্বজনস্বীকৃত প্ৰমাণপত্ৰ হয়ে উঠেছে। যে কোন কাজের ক্ষেত্রে আধার কার্ড অত্যন্ত জরুরি। আধার কার্ড আপডেট করা জরুরি কারন দশ বছরে অনেকের বাসস্থান পরিবর্তন হতে পারে, তাই বর্তমান পরিচয়ের প্রমাণ ও ঠিকানার প্রমাণ সহ আপডেট রাখা আবশ্যিক।
আধার কার্ড আপডেটের সময়সীমা? | Adhar card update last Date.
বিনামূল্যে আধার আপডেট করার জন্য UIDAI নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল। ১৫ মার্চ থেকে ১৪ জুনে মধ্যে UIDAI বিনামূল্যে আধার আপডেট করার সুবিধা দিয়েছিল। UIDAI মার্চ মাসে এবিষয়ে ঘোষণা করেছিল।
অর্থাৎ ১৪ জুনের মধ্যে আধার কার্ড আপডেট করতে হলে কোনও চার্জ দিতে হচ্ছে না।
তবে UIDAI-এর এই বিনা মূল্যের পরিষেবা বন্ধ হয়েছে। অর্থাৎ UIDAI-এর বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় শেষ হয়ে গিয়েছে। এখন আধার কার্ডের ডিটেলস আপডেট আর বিনামূল্যে করা যাবে না। এবার থেকে আধার কার্ডে যে কোনও তথ্য পরিবর্তন করার জন্য গুনতে হবে টাকা। অর্থাৎ কোনও গ্রাহক আর বিনামূল্যে আধার আপডেট (Free Adhar card update) করতে পারবেন না। এখন আপডেট করার জন্য নির্দিষ্ট চার্জ দিতে হবে।
আধার আপডেটের জন্য কত টাকা চার্জ দিতে হবে? | Adhar card update Fee.
আধার কার্ড আপডেট করতে হলে গ্রাহককে ৫০ টাকা ফি দিতে হবে। অর্থাৎ মাত্র ৫০ টাকায় আধার কার্ড আপডেট করতে পারবেন। গ্রাহকরা myAadhaar পোর্টালে গিয়ে অনলাইনে আধার কার্ড আপডেট করতে পারেন।তবে অনলাইন আপডেটের ক্ষেত্রে মোবাইল নম্বর আধারের সঙ্গে রেজিস্টার থাকা প্রয়োজন।
ইউআইডিএআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সব পুরনো আধার কার্ড এখনও ই-কেওয়াইসি সম্পন্ন হয়নি, তাদের ক্ষেত্রে এখনই নিকটতম ইউআইডিএআই আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আপডেট করিয়ে নিতে হবে। বর্তমানে এটা বাধ্যতামূলক করা হয়েছে। আধার কার্ড আপডেট (Adhar card update) করানো না হলে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে।
আরও পড়ুন – Primary Tet scam – অনিশ্চয়তার মুখে দাঁড়ানো ৩২ হাজার শিক্ষকের পাশে দাঁড়ালেন ফব।