Haldia Job Vacancy : হলদিয়া পেট্রোকেমে ১১০ টি বিভিন্নপদে কর্মী নিয়োগ।

Haldia Job Vacancy : আপনি কি ভালো চাকরি খোঁজ করছেন তাহলে চিন্তা করবেন না আজকের এই প্রতিবেদনে আপনার জন্য এমন চারটি চাকরির খবর বলব যেগুলো নিম্নতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। আমরা সবাই জানি হলদিয়া পেট্রোকেমে প্রতিমাসে বিভিন্ন কর্মী নিয়োগ (Haldia Job Vacancy) করা হয় বিভিন্ন পদে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকের এই প্রতিবেদনে হলদিয়ায় বিভিন্ন শিল্প কারখানায় টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে আপনারা অফলাইনে অথবা অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে হলে ফর্ম ফিলাপ করতে হবে যে ফর্ম ডাউনলোড লিঙ্ক আমরা এই প্রতিবেদনের শেষে দিয়ে দেব।

আরও পড়ুন – Haldia Job Vacancy – একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ হলদিয়া শিল্পাঞ্চলে, সিকিউরিটি গার্ড-সুপারভাইজার সহ বিভিন্ন পদে।

আর অনলাইনে আবেদন করতে হলে আবেদন লিঙ্ক আপনারা এই প্রতিবেদনে পেয়ে যাবেন নির্দিষ্ট জায়গায়। তাই অযথা সময় নষ্ট না করে চলুন জেনে নেওয়া যাক আজকের হলদিয়া শিল্পাঞ্চলে (Haldia Job Vacancy) বেশ কিছু ভ্যাকেন্সির সম্পর্কে। বিস্তারিত তথ্য যেমন কাজের নাম কতটা শুন্য পদ আছে নিয়োগ কোথায় হবে আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু।

১) পদের নাম – Unskilled Worker for OCU, Cumene, Phenol Project

শূন্যপদ১০০টি
শিক্ষাগত যোগ্যতাউল্লেখ নেই ( নোটিফিকেশন দেখুন)
অভিজ্ঞতা (Experience)০ – ৫ বছরের কাজের অভিজ্ঞতা
বয়সসীমা৫০ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ১১ই ডিসেম্বর, ২০২৩

বেতন ও অন্যান্য সুবিধা এবং কাজের মেয়াদ

নিদ্ধারিত সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ পর্যন্ত কাজ করতে পারবেন। বেতন রাজ্য সরকার নির্ধারিত মিনিমাম ওয়েজেস দেওয়া হবে। আবেদন করতে হলে আবেদন পত্রটি নিচে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।
কাজের সাইট – HPL PLANT SITE, HALDIA
নিয়োগকারী সংস্থা – S B S CONSTRUCTION
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা – Vill.+P.O.:- Kukrahati, Dist.- Purba Medinipur, Pin -721658 (W. B.)

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিView
আবেদন পত্র – PDF FileDownload

২) পদের নাম – SCAFFOLDER

শূন্যপদ১টি
শিক্ষাগত যোগ্যতাএকাদশ শ্রেণী
অভিজ্ঞতা (Experience)কমপক্ষ্যে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
বয়সসীমা২০ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ১১ই ডিসেম্বর, ২০২৩

বেতন ও অন্যান্য সুবিধা এবং কাজের মেয়াদ (Haldia Job Vacancy)

নিদ্ধারিত সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ পর্যন্ত কাজ করতে পারবেন। বেতন রাজ্য সরকার নির্ধারিত মিনিমাম ওয়েজেস দেওয়া হবে। আবেদন করতে হলে আবেদন পত্রটি নিচে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।
কাজের সাইট – TATA STEEL LTD. (HMC), HALDIA
নিয়োগকারী সংস্থা – INDIAN TRADE LINKS
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা – Durgachak, Haldia,Purba Medinipur-721602, Durgachak, Haldia, Purba Medinipur- 721602

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিView
আবেদন পত্র – PDF FileDownload

আরও পড়ুন – মাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি অপারেটর পদে বিপুল কর্মী নিয়োগ! আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন, সহ বিস্তারিত জানুন।

৩) পদের নাম – AC Technician এবং AC Helper

শূন্যপদAC Technician – ২টি,
AC Helper – ৩টি,
শিক্ষাগত যোগ্যতাঅফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন
অভিজ্ঞতা (Experience)নির্দিষ্ট কাজে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা২১-৩৫ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ১১ই ডিসেম্বর, ২০২৩

বেতন ও অন্যান্য সুবিধা এবং কাজের মেয়াদ

চুক্তি ভিত্তিতে নিয়োগ (Haldia Job Vacancy) করা হবে। বেতন রাজ্য সরকার নির্ধারিত মিনিমাম ওয়েজেস দেওয়া হবে। আবেদন করতে হলে আবেদন পত্রটি নিচে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।
কাজের সাইট – TATA POWER COMPANY LTD.
নিয়োগকারী সংস্থা – SANTRA REFRIGERATION
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা – BASUDEVPUR, KHANJANCHAK, HALDIA, PURBA MEDINIPUR, PIN-721602

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিView
আবেদন পত্র – PDF FileDownload

৪) পদের নাম – Forklift Operator

শূন্যপদ০৪টি
শিক্ষাগত যোগ্যতা৮ম শ্রেণী উত্তীর্ণ সহ হেভি ভেহিক্যাল লাইসেন্স
অভিজ্ঞতা (Experience)৪ থেকে ৬ বছর ফোর্কলিফট চালানোর অভিজ্ঞতা থাকলে হবে।
বয়সসীমা১৮-৪০ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ১১ই ডিসেম্বর, ২০২৩

বেতন ও অন্যান্য সুবিধা এবং কাজের মেয়াদ

চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে। বেতন রাজ্য সরকার নির্ধারিত মিনিমাম ওয়েজেস দেওয়া হবে। আবেদন করতে হলে আবেদন পত্রটি নিচে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।
কাজের সাইট – PATANJALI FOOD LTD- HALDIA
নিয়োগকারী সংস্থা – WATRANA RENTALS PRIVATE LIMITED
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা – H-9, SITE-V, UPSIDC INDUSTRIAL AREA KASNA GREATER NOIDA UP 201306,

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিView
আবেদন পত্র – PDF FileDownload

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.

About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.