AAI Recruitment: এয়ারপোর্ট অথরটি দপ্তরের তরফে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাসে আপনি কি চাকরি করতে চান তাহলে অবশ্যই আবেদন করুন। এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর কি শিক্ষাগত যোগ্যতার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রয়োজন। এই পদে আবেদনের জন্য প্রার্থীর কত বছর বয়সের প্রয়োজন ও এই পদগুলিতে আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া, এসব বিস্তারিত তথ্য নিয়ে আজকের প্রতিবেদন। আসুন এই প্রতিবেদনের মাধ্যমে সমস্ত তথ্য জেনেনিন।
১) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স)
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন জন্য আবেদনকারীকে ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন/রেডিও বিষয়ের উপর ডিগ্রী অর্জন করতে হবে। সংশ্লিষ্ট শৃঙ্খলায় 2 বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 18 থেকে 30 বছর বয়সের যেকোনো প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। সংরক্ষিত প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে SC/ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেিম
শূন্যপদ : এই পদে মোট 14টি শূন্যপদ রয়েছে।
বেতন : সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স) পদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে 36000 টাকা থেকে 110000 টাকা বেতন পাবেন।
আরও চাকরির খবর – রাজ্যে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ
২) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অপারেশন)
শিক্ষাগত যোগ্যতা : LMV লাইসেন্স ডিপ্লোমা ইন ম্যানেজমেন্টের উপর গ্রেজুয়েশন পাস করতে হবে। এবং সংশ্লিষ্ট শৃঙ্খলায় 2 বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 18 থেকে 30 বছর বয়সের যেকোনো প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। সংরক্ষিত প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে SC/ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ: এই পদে মোট 2টি শূন্যপদ রয়েছে।
বেতন : সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অপারেশন)পদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে 36000 টাকা থেকে 110000 টাকা বেতন পাবেন।
৩) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্ট)
শিক্ষাগত যোগ্যতা : এমএস অফিসে কম্পিউটার সাক্ষরতা পরীক্ষা সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এবং সংশ্লিষ্ট শৃঙ্খলায় 2 বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 18 থেকে 30 বছর বয়সের যেকোনো প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। সংরক্ষিত প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে SC/ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ : এই পদে মোট 5টি শূন্যপদ রয়েছে।
বেতন : সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ( অ্যাকাউন্ট) পদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে 36000 টাকা থেকে 110000 টাকা বেতন পাবেন।
৪) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস)
শিক্ষার্থী যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস সহ মেকানিক্যাল/অটোমোবাইল/ফায়ারে বিষের উপর ডিপ্লোমা অর্জন করতে হবে।
বয়সসীমা : 18 থেকে 30 বছর বয়সের যেকোনো প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। সংরক্ষিত প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে SC/ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ : এই পদে মোট 43টি শূন্যপদ রয়েছে।
বেতন : সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ( অ্যাকাউন্ট) পদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে 31000 টাকা থেকে 92000 টাকা বেতন পাবেন।
আরও চাকরির খবর – পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ
আবেদন করার পদ্ধতি
এই পদে প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীকে নিচের পদ্ধতি গুলো অবলম্বন করতে হবে।
১) আবেদনের জন্য আবেদনকারীকে নিচের অনলাইন এপ্লাই লিংকে ক্লিক করে যে পোস্টে আবেদন করবেন তা সিলেক্ট করতে হবে, প্রার্থীর পুরো নাম, চালু মোবাইল নাম্বার, চলতি ইমেইল ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২) রেজিস্ট্রেশনের পর লগইন অপশনটিতে ক্লিক করে ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইনের পর স্কিনের আবেদন পত্রটি নিজের যাবতীয় সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
৩) আবেদনপত্র পূরণের পর প্রয়োজনে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে।
৪) সর্বশেষে নিচের আবেদনমূল্যের নিয়ম অনুযায়ী আবেদন মূল্য জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনমূল্য ও নিয়োগ প্রক্রিয়া
আবেদনমূল্য : এই পদগুলিতে আবেদনের জন্য UR/OBC/EWS/Category প্রার্থীদের 1000 টাকা আবেদনমূল্য হিসাব দিতে হবে। SC/ST/Ex-servicemen/Women প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া : প্রতিটি পদের জন্য আবেদনকারীদের অনলাইন পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফাইয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন লক্ষ্য করুন।
আরও চাকরির খবর – ভারতীয় জাতীয় সড়কপথে কর্মী নিয়োগ
গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক
আবেদনের শেষ তারিখ | ১০-০২-২০২৪ |
অফিসিয়াল নোটিশ (PDF Download) | Click Here |
আবেদনের লিঙ্ক | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | www.aai.aero/en |