Bank Job – আপনি কি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক, তাহলে আপনার জন্য দারুন সুখবর রয়েছে। ব্যাঙ্ক অফ বরোদা -তে (BOB) বেশ কিছু শুন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই ব্যাঙ্ক অফ বরোদার (Bank Of Baroda) তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়স, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত আলোচনা করা হল বিস্তারিত জেনে নিন-
ব্যাঙ্ক অফ বরোদার (Bank Of Baroda) কর্মী নিয়োগ
পদের নাম | Senior Manager – MSME Relationship |
মোট শূন্যপদ | ২৫০ টি শুন্যপদে |
মাসিক বেতন | মাসিক ৬৩,৮৪০/- টাকা |
আবেদনের শেষ তারিখ | ২৬ ডিসেম্বর, ২০২৩ |
আরও পড়ুন – ৫৪৪৭ টি শূন্যপদে SBI-তে কর্মী নিয়োগ করা হবে! শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, সহ বিস্তারিত জানুন।
পদের নাম ও মোট শূন্যপদ (Bank Job)
Senior Manager – MSME Relationship পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ২৫০ টি শুন্যপদে এর মধ্যে SC- ৩৭ টি, ST- ১৮ টি, OBC- ৬৭ টি, EWS- ২৫ টি, UR- ১০৩ টি শুন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীরা (Bank Job) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ৬০% নম্বর নিয়ে অথবা স্নাতকোত্তর পাশ করতে হবে। যেকোনো ব্যাঙ্ক/এনবিএফসি/ফাইনান্সিয়ালের সাথে এমএসএমই ব্যাঙ্কিং/ক্রেডিট ম্যানেজমেন্টের সম্পর্কে ন্যূনতম 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ও মাসিক বেতন
আবেদনকারীর বয়স ২৮ থেকে ৩৭ বছর বয়সের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। যেমন – Scheduled Caste – 5 বছর, Scheduled Tribe – 5 বছর, Scheduled Tribe – 5 বছর, OBC and Others 3 বছর। আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া নোটিফিকেশান দেখুন।মাসিক বেতন – মাসিক ৬৩,৮৪০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি জেনেনিন
আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন (Bank Job) করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীদের IBPS অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
১) প্রথমে IBPS অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২) রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার লাগবে।
৩) এরপর সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে আবেদন ফি সাবমিট করলেই সম্পন্ন হয়ে যাবে।
আরও পড়ুন – Airport Recruitment : উচ্চমাধ্যমিক পাশে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এয়ারপোর্টে কর্মী নিয়োগ।
কি কি প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করবেন
১) নিজের সকল পড়াশুনার প্রমাণপত্র (Identity Card issued by a recognized college/ university)।
২) বয়সের প্রমাণপত্র (আধার কার্ড ও প্যান কার্ড)।
৩) ঠিকানার প্রমাণপত্র (PAN Card/Passport/ Driving Licence/ Voter’s Card/ Bank Passbook)।
৪) আগে কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপত্র।
৫) এই আবেদনের জন্য কোন আবেদন (Bank Job) মুল্য দিতে হবে না।
৬) Caste Certificate
৭) অন্যান্য কিছু জানতে নিচে নোটিফিকেশান দেখুন।
আবেদন ফি – General, EWS এবং OBC প্রার্থীদের ৬০০/- টাকা আবেদন মুল্য দিতে হবে। আর SC, ST, PWD এবং Women প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল ওয়েবসাইট | www.bankofbaroda.in |
অফিশিয়াল বিজ্ঞপ্তি | View |
আবেদনের লিঙ্ক | Click Here |