BISAG Recruitment: বছরের শুরুতেই ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন এন্ড জিও ইনফরম্যাটিক্স (Bhaskaracharya Institute For Space Applications and Geo-Informatics) দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। যেসব প্রার্থীরা অনেকদিন ধরে চাকরি খুজছেন তাদের জন্য খুবই খুশির খবর এবং সুবর্ণ সুযোগ। এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক ৩০ হাজার টাকা বেতনের ভিত্তিতে নিযুক্ত করা হবে।
শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। যেসব প্রার্থীরা এই পদে আবেদনের করতে চান তারা এই প্রতিবেদনটি ভালো করে পড়ুন। এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে। আসুন এই সুখবরের বিস্তারিত তথ্য জেনেনিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
আরও পড়ুন – RRC Apprentice Jobs: মাধ্যমিক পাশে রেলে ৩০১৫ টি অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি।
BISAG Recruitment 2024
শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য প্রার্থীকে স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় থেকে B.Sc. কম্পিউটার সায়েন্স/বিএসসি তথ্য প্রযুক্তি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক (B.C.A) ডিগ্রী অর্জন করতে হবে।
বয়সসীমা : এই পদের জন্য আবেদন প্রার্থীর নির্দিষ্ট কোনো বয়সসীমা উল্লেখ করা নেই। তবে 18 বছরের উপরে যেকোন প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে প্রার্থীরা বয়েসের কোনরকম ছাড় পাবেন না।
শূনপদ : IT Executive পদে মোট 54 টি শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।
বেতন : এই পদের জন্য প্রার্থীকে মাসিক 30000 টাকা বেতন দেওয়া হবে।
আবেদন করার পদ্ধতি
এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
১) আবেদন প্রার্থীকে প্রথমে নিজের যাবতীয় তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করতে হবে। সেই বায়োডাটা সার্টিফিকেটের সঙ্গে (ডিগ্রী সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, স্কুল ত্যাগের সার্টিফিকেট, মার্কশিট 10 তম, 12 তম ডিগ্রী ইত্যাদি) যুক্ত করে একটি পিডিএফ ফাইল বানাতে হবে।
২) সর্বশেষে ওই পিডিএফ ফাইলটি এই ইমেইল আইডি hello@ethosgroup.biz মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
এই পদে নিয়োগ প্রক্রিয়া
আবেদন প্রার্থী ইমেইলের মাধ্যমে পিডিএফ ফাইলটি পাঠানোর পর প্রার্থীকে অফিসিয়াল ভাবে ডাক করা হবে। প্রার্থীকে অস্থায়ী ভাবে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। কিন্তু ব্যক্তির প্রয়োজনীয়তা ও কর্মক্ষমতার উপর ভিত্তি করে কাজের সময়সীমা বাড়াতে পারে। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক
আবেদন শেষ | ১২-০১-২০২৪ |
অফিসিয়াল নোটিশ (PDF Download) | Click Here |
আবেদন লিঙ্ক | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | www.bisag-n.gov.in |