Govt Guidelines – বর্তমানে নথিপত্র নিয়ে কেন্দ্র থেকে রাজ্য বেশ কড়া নিয়ম জারি করেছেন। প্রায়ই তারা নথিপত্র নিয়ে অথবা বিভিন্ন প্রকল্প নিয়ে নতুন নতুন নিয়ম প্রণয়ন করতে থাকেন। কখনো প্রধানমন্ত্রী কৃষক যোজনার সঙ্গে কেওয়াইসি লিংক করা, কখনো বা লক্ষীর ভান্ডার প্রকল্প পাওয়ার জন্য স্বাস্থ্য সাথীর কার্ডকে ম্যান্ডেটরি করা অথবা আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট। তেমনি বেশ কিছু নতুন নিয়মের (Govt Guidelines) লাস্ট ডেট রয়েছে এই মাসেই।
এই নতুন নিয়ম মত আপনি এই কাজগুলি না করলে আপনার হতে পারে জরিমানা অথবা আপনি খোয়াতে পারেন আপনার প্রাপ্য টাকা। তাই আপনি যাতে এই নতুন নিয়মের (Govt Guidelines) পড়ে আপনার প্রাপ্য টাকা না হারান অথবা আপনার ওপর জরিমানা না পড়ে তাহলে আপনি অবশ্যই এই প্রতিবেদনটি পড়ুন। এই প্রতিবেদনটিতে আমরা আপনার এমন তিনটি কাজের কথা জানাবো যে তিনটি কাজ অথবা নিয়ম আপনি পালন করলে আপনি আপনার টাকা খোয়াবেন না অথবা আপনার জরিমানা হবে না।
আরও পড়ুন – Post Office Scheme – এবার পোস্ট অফিস নিয়ে এলো টাকা ডবল করার এক নতুন স্কিম।
কোন তিনটি Govt Guidelines বা সরকারি নিয়ম পালন করতে হবে দেখুন।
১) আধার কার্ড আপডেট ( Aadhar Update).
Govt Guidelines এর সর্বপ্রথম কাজটি হল আধার কার্ডের সঙ্গে আপনার ডকুমেন্ট গুলিকে লিংক করা। অর্থাৎ আধার কার্ড আপডেট করা। এই আধার কার্ড আপডেট করার জন্য আপনার কাছে মাত্র আর কয়েকদিনে সময় পড়ে রয়েছে কারণ এই কাজটি আপনি শুধুমাত্র ১৪ই জুন পর্যন্ত বিনামূল্যে করাতে পারবেন। কিভাবে এই কাজটি করবেন সেটি আমরা আগে একটি প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি।
আপনি অবশ্যই সেই প্রতিবেদনটি দেখে নিতে পারেন। তবে কাজটি খুব সহজ শুধুমাত্র আঁধারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েই আপনি এই কাজটি করে নিতে পারবেন। তবে ১৪ ই জুনের মধ্যে এই কাজটি না করলে এর পরে আপনাকে আধার সেন্টারে লম্বা লাইন দিয়ে এবং তার সঙ্গে নির্ধারিত চার্জ দিয়ে আপনাকে এই কাজ করাতে হবে এবং আপনি আর এই বিনামূল্যে সুবিধা পাবেন না।.
আরও পড়ুন –Aadhar card update – হাতে আর ১৩ দিন, বাড়িতে বসে এই পদ্ধতিতে বিনামূল্যে আপডেট করুন আপনার আধার !
২) উচ্চতর পেনশন যোজনায় আবেদন।
ইপিএফ গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ Govt Guidelines বিষয় বস্তু হল উচ্চতর পেনশন যোজনা। এটিতেও আবেদন করার লাস্ট ডেট রয়েছে এই মাসের ২৬ তারিখে, অর্থাৎ ২৬ শে জুন এর মধ্যে আপনি উচ্চতর পেনশন যোজনার জন্য আবেদন না করলে আর আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এই প্রকল্পে আবেদন করার জন্য EPF অফিস থেকে ফর্ম তুলে এবং ফরমে থাকা নির্দিষ্ট নিয়ম-কানুন পড়ে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন।
৩) প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক।
প্যান কার্ড দেশের নাগরিকদের বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নথি। বেশ কিছুদিন আগেই নোটিসের (Govt Guidelines Notification) মাধ্যমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে যে আপনি যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ড অচল হয়ে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মোটা টাকা জরিমানা হতে পারে। এবং এই কাজের জন্য আপনাকে ৩০ এ জুন অব্দি সময় দেওয়া হয়েছে।
আপনি এই কাজ এখনো অব্দি না করে থাকলে এক্ষুনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করে নিন। এবং এই কাজটি আপনি কিভাবে করবেন এ নিয়ে আমরা আগে একটি প্রতিবেদনে আলোচনা করেছি আপনি চাইলে সেই প্রতিবেদনটি ও দেখে নিতে পারেন। দেরি না করে জুন মাস শেষ হওয়ার আগেই এই তিনটি কাজ করে নিন এবং আপনার প্রাপ্য টাকা হারানো অথবা জরিমানার হাত থেকে বাঁচুন।
আরও পড়ুন – Pan Aadhaar Link Free – লাগবে না ১০০০ টাকা, ফাইন ছাড়াই লিংক করুন আধার প্যান!