সঠিকভাবে জীবনযাপনের জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ছাড়া জীবনে সফল হওয়া প্রায় অসম্ভব। কিন্তু এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা মেধাবী হওয়া সত্ত্বেও নিজেদের পড়াশোনা চালাতে পারেন না। কারন ভালোভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে হলে অর্থের প্রয়োজন হয়। অর্থের অভাবের কারনে অনেক পড়ুয়াই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। বিশেষ প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনও পর্যন্ত মেয়েদের বোঝা হিসেবে গণ্য করা হয়।
প্রত্যন্ত গ্রামে কন্যাসন্তানের প্রতি পরিবারের এবং সমাজের দৃষ্টিভঙ্গি এখনও পরিবর্তন হয়নি। নারীশিক্ষা এবং নারীদের উন্নয়নের পথে নিজেদের পরিবারই বাধা হয়ে দাঁড়ায়। নারী শিক্ষার উন্নতির জন্য সরকারের তরফে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনা, বালিকা সমৃদ্ধি যোজনা থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও এর মতো নানাপ্রকার প্রকল্প কার্যকরী করা হয়েছে।
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন। |
এই প্রকল্পগুলির অধীনে ভারতে বসবাসকারী মেয়েদের সামাজিক এবং শিক্ষাগত অবস্থার উন্নতির জন্য অনুদান প্রদান করা হয়ে থাকে। পড়ুয়াদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে এবং বিশেষ করে গরীব মেধাবী পড়ুয়াদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছেন কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের তরফে নারীদের জন্য কার্যকরী প্রকল্পের তালিকায় এবার আর একটি প্রকল্পের নাম যুক্ত হল।
আরও পড়ুন – জানেন কি? স্কুল বা কলেজের ছাত্র-ছাত্রীরা ট্রেনের টিকিটে ৭৫% ছাড় পান ST,SC,OBC,GEN
ভারতে বসবাসকারী আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির কন্যাসন্তানরা যাতে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারে তার জন্যই এই বিশেষ প্রকল্পটি (National Scheme) কার্যকরী করা হয়েছে। এই প্রকল্প চালু করার উদ্দেশ্যই হল ছাত্রীদের অল্প বয়সে বিয়ের সংখ্যা কমানো এবং স্কুলছুট ছাত্রীদের সংখ্যা কমানো। সমগ্র দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি “ন্যাশনাল স্কিম অফ ইনসেনটিভ টু গার্লস ফর সেকেন্ডারি এডুকেশন” নামে পরিচিত।আর্থ- সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রীদের জন্যই এই প্রকল্প আনা হয়েছে।
এই প্রকল্পের (National Scheme) অধীনে ছাত্রীরা কি কি সুবিধা পাবেন?
ন্যাশনাল স্কিম অব ইনসেনটিভ টু গার্লস ফর সেকেন্ডারি এডুকেশনের অধীনে কেন্দ্রীয় সরকারের তরফে প্রতি মাসে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ৩ হাজার টাকা ফিক্সড ডিপোজিট বাবদ জমা রাখা হবে। পড়ুয়াদের এর জন্য একটি পাসবুক বা সার্টিফিকেটও দেওয়া হবে। যখন ওই পড়ুয়া ১৮ বছর হবে, তখন তারা সুদ সহ এই টাকা তুলতে পারবে।
এই প্রকল্পের অধীনে কত বছরের মেয়াদে অর্থ জমা রাখা হচ্ছে, তার উপর ভিত্তি করেই সুদের হার নির্ণয় করা হবে। যেদিন থেকে টাকা জমা রাখা হবে, সেই দিন থেকে ছাত্রীর ১৮ বছর পূর্ণ হওয়া অবধি এই বিনিয়োগ মেয়াদ হবে। এই প্রকল্পের অধীনে ফিক্সড ডিপোজিটের মেয়াদ পূর্ণ না হওয়া অবধি টাকা তোলা যায় না।
এই প্রকল্পে (National Scheme) আবেদন করার আবশ্যিক যোগ্যতা?
১) কেবলমাত্র ছাত্রীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
২) অষ্টম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীতে পাঠরত ছাত্রীরা এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন।এছাড়াও অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর যে সমস্ত ছাত্র-ছাত্রীরা নবম শ্রেণিতে ভর্তি হয়েছেন তারা এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করতে পারবেন।
৩) আবেদনকারী ছাত্রীদের অবশ্যই সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়াশোনা করতে হবে।
৪) কেবলমাত্র তপশিলি জাতি কিংবা উপজাতিভুক্ত ছাত্রীরাই এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
৫) ১৪ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীরা এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
আরও পড়ুন – কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ১৩ হাজার শুন্যপদে GDS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
National Scheme-এ কারা আবেদনের যোগ্য নন?
১) বেসরকারি স্কুলে পড়াশোনা করা ছাত্রীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
২) বিবাহিত ছাত্রীরা কোনভাবেই এই প্রকল্পে আবেদনের যোগ্য নন।
৩) কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কন্যাসন্তানও এই প্রকল্পে আবেদনের যোগ্য নন।
এই প্রকল্পের (National Scheme) আবেদনের প্রক্রিয়া?
১) আবেদনের জন্য প্রথমেই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট https://scholarships.gov.in/ -এ যেতে হবে।
২) এরপর হোম পেইজে থাকা New Registration নামক অপশনটিতে ক্লিক করতে হবে।
৩) এরপর রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে প্রয়োজনীয় গাইডলাইনের তথ্য আসবে,সেখানে Continue অপশনে ক্লিক করতে হবে।
৪) এরপর রেজিস্ট্রেশনের ফর্মটি আসবে।ওই ফর্মে সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে Register অপশনে ক্লিক করতে হবে।
৫) Register অপশনটিতে ক্লিক করলে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি আসবে এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড সহকারে একটি এসএমএস পাঠানো আসবে।
৬) এরপর পুনরায় আপনাকে https://scholarships.gov.in/fresh/new sta Regfrm Instruction ওয়েবসাইটে যেতে হবে এবং Login to Apply অপশনে ক্লিক করতে হবে।
৭) এরপর অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি লিখে ক্যাপচা কোডটি পূরণ করে Login অপশনে ক্লিক করতে হবে।
৮) এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি OTP আসবে। ওই OTP টি সঠিক স্থানে লিখতে হবে।
৯) এরপর আপনি নিজের পছন্দ অনুসারে একটি নতুন পাসওয়ার্ড ক্লিক করে সেটিকে কনফার্ম করতে হবে। এরপর submit অপশনে ক্লিক করলেই Applicant’s Dashboard পেজ আসবে।
১০) এরপর Application Form এ ক্লিক করে সমস্ত প্রয়োজনের তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
১১) এবার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সঠিকভাবে আপলোড করে Final Submit অপশনে ক্লিক করলেই আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে।
National Scheme-এ প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে?
১) আবেদনকারীর আধার কার্ড।
২) Domicile Certificate
৩) আবদানকারীর পিতা, মাতা অথবা অভিভাবকের ইনকাম সার্টিফিকেট।
৪) বর্তমান ক্লাসে ভর্তির রশিদ।
৫) বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা প্রিন্সিপালের তরফে ইস্যু করা নবম শ্রেণীতে ভর্তি হওয়ার পর উক্ত ছাত্রী যে ২ বছর ধারাবাহিকভাবে পড়াশোনা করেছে এ বিষয়ক
সার্টিফিকেট।
৬) ছাত্রীর দশম শ্রেণীর মার্কশিট।
৭) ছাত্রীর ব্যাংকের পাসবই।
৮) প্রতিবন্ধী সার্টিফিকেট।
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন। |