Advertisement

মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, মাসিক 19,900 টাকা বেতন মিলবে

পোস্ট অফিসে কর্মী নিয়োগ গাড়ির ড্রাইভার পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা ভালো মানের বেতনের চাকরি খুঁজছেন তাদের জন্য খুবই খুশির খবর এবং সুবর্ণ সুযোগ। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। কোন রাজ্যের পোস্ট অফিসে গাড়ির ড্রাইভার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে তা জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। আবেদনের আগে আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন।

পোস্ট অফিসে কর্মী নিয়োগ

বয়সসীমা : নন গেজেটেড Group D পদে পোস্ট অফিসের পদের জন্য আবেদনকারীর সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 27 বছর। অর্থাৎ এই পদে আবেদনের জন্য প্রার্থীরা কাস্ট হিসাবে বয়সের ছাড় পাবেন। কাস্ট হিসাবে OBC প্রার্থীরা 3 বছর, SC ও ST প্রার্থীরা 5 বছর এবং PWD প্রার্থীরা 5 বছর বয়সেই ছাড় পাবেন ।
শূন্যপদ : গাড়ির ড্রাইভার পদে মোট 78 টি শূন্যপদ রয়েছে।
বেতন : গাড়ির ড্রাইভার পদে প্রার্থীরা সর্বনিম্ন 19900 টাকা থেকে বেড়ে সর্বোচ্চ 63000 টাকা পর্যন্ত বেতন পাবে।

আরও চাকরির খবর- মাধ্যমিক পাশে রাজ্যের স্টীল কারখানায় ভিন্নপদে কর্মী নিয়োগ

নিয়োগ প্রক্রিয়া ও শিক্ষাগত যোগ্যতা

এই পদে নিযুক্ত করার আগেই প্রার্থীকে লিখিত পরীক্ষা, ড্রাইভিং টেস্ট, ইন্টারভিউ, ও ডকুমেন্ট ভেরিফাইয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। এই পদের জন্য প্রার্থীকে 80 নাম্বারের লিখিত পরীক্ষা দিতে হবে। 80 নাম্বারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ড্রাইভিং টেস্ট এবং সবার শেষে 20 নাম্বারের ইন্টারভিউ। ইন্টারভিউতে উত্তীর্ণ হলে প্রার্থীর ডকুমেন্টস ভেরিফাইয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে।

আরও চাকরির খবর- 12 হাজার কনস্টেবল নিয়োগের নতুন নিয়ম চালু হতে চলেছে!

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদনকারীর নিচের যোগ্যতাগুলোর উপযুক্ত হতে হবে।
১) আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃতি কোন বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে।
২) আবেদনকারীর চার চাকা গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

কি ভাবে আবেদন করবেন জানুন

উত্তরপ্রদেশের কানপুরের পোস্ট অফিসে গাড়ির ড্রাইভার পদে নিয়োগে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটির প্রিন্ট আউট বার করতে হবে এবং সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হলে আবেদনপত্র সহিত নিচের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলির জেরক্স কপি যুক্ত করতে হবে। এবং একটি খামের মধ্যে আবেদনপত্র সহ ডকুমেন্টসগুলি রেখে সময় শেষের আগে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিকানাটি অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন।

আরও চাকরির খবর- রাজ্যের পঞ্চায়েতে প্রায় ৭,২১৬ শূন্যপদে কর্মী নিয়োগ!

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নিম্নোক্ত ডকুমেন্টসগুলি থাকা প্রয়োজন।
★ আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট।
★ আইডেন্টি প্রুভ হিসাবে আধার কার্ড,ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বা সমমানের যেকোন একটি সার্টিফিকেট।
★ জন্মের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক এডমিট।
★ প্রার্থীর জাতিভেদ্যতার প্রমাণপত্র হিসাবে জাতি সংস্থাপত্র।
★ আবেদনকারীর গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন।
★ এবং প্রার্থীর Passport সাইজের ফটোকপি।

গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক

আবেদনের শেষ তারিখ১৬-০২-২০২৪
অফিসিয়াল নোটিশ (PDF Download)Click Here
আবেদন পত্র (Application Form)Click Here
অফিশিয়াল ওয়েবসাইটwww.indiapost.gov.in

Related Articles

Back to top button