IOCL Apprentice Recruitment – আপনি কি ভালো একটি চাকরির খোঁজ করছেন ও মোটা অংকের স্যালারি পাওয়ার জন্য। তাহলে আপনাদের জন্য একটি সুখবর, ইতিমধ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের এই কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ হচ্ছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কর্মী নিয়োগ করা হবে Apprentice হিসাবে।
সারা ভারতবর্ষ জুড়ে এই কর্মী নিয়োগ করা হবে। এই প্রতিবেদনে এই নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়স, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য চলুন জেনে নেওয়া যাক।
IOCL Apprentice Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) |
পদের নাম | Apprentice |
মোট শূন্যপদ | ১৬০৩ টি (সারা ভারতবর্ষ জুড়ে এই কর্মী নিয়োগ) |
শিক্ষাগত যোগ্যতা | 10th,12th, ITI, Diploma, B.Sc, BA, B.Com, BBA |
নিয়োগ বিজ্ঞপ্তি No | IOCL/ MKTG/ APPR/ 2023-24 |
আরও পড়ুন – Airport Recruitment : উচ্চমাধ্যমিক পাশে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এয়ারপোর্টে কর্মী নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
উক্ত পদে আবেদন করতে হলে আবেদনকারীকে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে 10th,12th, ITI, Diploma, B.Sc, BA, B.Com, BBA পাশ করতে হবে। আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিন। আপনাদের সুবিধার্থে অফিশিয়াল নোটিফিকেশন টির লিংক আমরা এই প্রতিবেদনের শেষে দিয়ে রেখেছি।
মাসিক বেতন
এই নিয়োগ (IOCL Apprentice Recruitment ) প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীরা শিক্ষানবিশ আইন, 1961/1973 / শিক্ষানবিশ বিধিমালা 1992 (সংশোধিত) এবং কর্পোরেশনের নির্দেশিকা অনুসারে প্রতি মাসে শিক্ষানবিশদের জন্য স্টাইপেন পাবেন। মাসিক বেতনের পাশাপাশি প্রার্থীদের চাকরির নিরাপত্তা, অতিরিক্ত সুবিধা এবং ভাতা দেওয়া হবে। আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
বয়সসীমা ও আবেদন ফি
উক্ত (IOCL Apprentice) পদে আবেদন করতে হলে আবেদনকারী সর্বনিম্ম বয়স ১৮ বছর হতে হবে ও সর্বোচ্চ বয়স ২৪ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই বয়স সীমা হিসাব করা হবে ৩০ শে নভেম্বর ২০২৩ তারিখ হিসাবে। বয়স সীমা সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখবেন।
আবেদন ফি – উক্ত পদে আবেদনকারী কে আবেদন করতে হলে কোন রকম আবেদন ফি দিতে হবে না।
আরও পড়ুন – ৫৪৪৭ টি শূন্যপদে SBI-তে কর্মী নিয়োগ করা হবে! শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, সহ বিস্তারিত জানুন।
আবেদন করবেন কিভাবে
IOCL Apprentice Recruitment 2023 আবেদনকারী কে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে IOCL -এর অফিশিয়াল ওয়েবসাইটে https://www.iocl.com/ গিয়ে।
১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন।
২) এরপর ক্যারিয়ার পেজে গিয়ে উক্ত আবেদন নোটিফিকেশনটি খুঁজে বার করুন।
৩) এবং নোটিফিকেশনটিতে ক্লিক করুন।
৪) নোটিফিকেশনটি ডাউনলোড করে নোটিফিকেশনটি ভালোভাবে পড়ুন।
৫) এরপরে রেজিস্ট্রেশন করুন উক্ত পদে আবেদন করতে।
৬) উপযুক্ত নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
৭) সর্বশেষে সাবমিট করুন এবং আপনার অ্যাপ্লিকেশনটি একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখেদিন।
আবেদনের গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল ওয়েবসাইট | www.iocl.com |
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
আবেদন লিঙ্ক | Click Here |
আবেদন শুরু তারিখ | ১৬ ডিসেম্বর, ২০২৩ |
আবেদন শেষ তারিখ | ০৫ জানুয়ারি, ২০২৪ |