Ticket Rules for Child – ভারতীয় রেলে রোজ লক্ষ লক্ষ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন। কেউবা ট্রেনে করে কোথাও ঘুরতে যায়, আবার কেউ কেউ স্কুল-কলেজ বা অফিসে যাওয়া আসা করেন। ট্রেনে ঘুরতে ভালবাসে না এমন মানুষ হয়ত খুঁজে পাওয়া যাবে না। দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ট্রেনে আগে থেকেই টিকিট কাটতে হয়। তবে এই টিকিট কাটা নিয়ে অনেকে আবার সমস্যায় পড়েন।
কারন প্রাপ্ত বয়স্কদের রেলে চাপতে হলে নির্দিষ্ট টিকিট কাটতে হয়। আর বাচ্চাদের টিকিট কাটা নিয়ে প্রত্যেক অভিভাবকের মনে সংশয় থাকে। কারন বাচ্চাদের টিকিট কাটার ক্ষেত্রেও একটা বিশেষ নিয়ম রয়েছে রেলের। তাই রেলে টিকিট কাটার আগে সকলেরই নিয়মগুলি সম্পর্কে জানা উচিত। নয়তো পরে ঝামেলায় পড়তে হতে পারে। বাচ্চাদের টিকিট (Ticket Rules for Child) কাটার ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ কি নিয়ম ধার্য করেছে তা জেনে নেওয়া যাক।
আরও পড়ুন – Toto rickshaw – বন্ধ হচ্ছে টোটো! টোটো চালকদের দাদাগিরি শেষ করতে কড়া সিদ্ধান্ত পরিবহণ মন্ত্রীর।
বাচ্চাদের রিজার্ভেশন টিকিটের নিয়ম কি? | Ticket Rules for Child.
বাচ্চাদের টিকিট নিয়ে ২০১৬ সালের ৩১শে মার্চ রেলমন্ত্রক ঘোষণা করেছিল যে রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রে পাঁচ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে সম্পূর্ণ ভাড়া দিয়ে আলাদা সিট বুকিং করতে হবে। তবে রেলের এই নিয়ম (Ticket Rules for Child) ২০১৬ সালের ২১শে এপ্রিল কার্যকরী হয়েছে। তবে ২০১৬ সালের বাচ্চাদের রিজার্ভেশন টিকিটের নিয়মে পরিবর্তন করে নতুন নিয়ম অনুযায়ী পাঁচ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের জন্য আলাদা বার্থ না নিলেও অর্ধেক ভাড়া দিতে হবে।
২০১৬-২০২৩ এই গত সাত বছরে যত বাচ্চা ট্রেনে চেপেছে তাদের মধ্যে ৭০ শতাংশ বাচ্চাদের পরিবার পুরো টাকা দিয়ে তাদের বাচ্চাদের জন্য সিট বুক করেছেন। ফলে গত সাত বছরে বাচ্চাদের টিকিটে রেল ২৮০০ কোটি টাকা আয় করেছেন। সিআরআইএস অর্থাৎ সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে জানা গিয়েছে রেল কর্তৃপক্ষ পরবর্তী ২ বছরে আরও ৫৬০ কোটি টাকা আয়ের আশা রাখছে। এই সম্পর্কে আরও বিস্তারিত খবর পেতে আমাদের সাথে থাকুন।
আরও পড়ুন – TCS slab rate – বদলে যাচ্ছে Tax ব্যবস্থা, নতুন নিয়ম আনছে কেন্দ্র! এই নতুন নিয়ম কি জেনে নিন।