PMJDY – দেশবাসীকে উপযুক্ত সুযোগ-সুবিধা দেওয়াই ভালো সরকারের কাজের নিদর্শন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও কেন্দ্রিয় সরকার দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে একাধিক জনকল্যাণকর প্রকল্পের সুচনা করেছেন। সকল দেশবাসী এই প্রকল্পগুলির সুবিধাও উপভোগ করছেন। দেশবাসীর জন্য মোদি সরকার এক অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ হল জন ধন অ্যাকাউন্ট (Pradhan Mantri Jan-Dhan Yojana (PMJDY))।দেশের গরিব মানুষের কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই মোদি সরকার এই প্রধানমন্ত্রী জন ধন যোজনা চালু করেন।
প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY) কি?
মোদি সরকার ২০১৮ সালের ২৮ আগস্ট Pradhan Mantri Jan-Dhan Yojana (PMJDY) চালু করে ছিলেন। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষমতায়িত করতে এবং প্রতিটি মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে সংযুক্ত করতেই এই প্রধানমন্ত্রী জন ধন যোজনা (Pradhan Mantri Jan-Dhan Yojana) শুরু করেছিল। এই প্রকল্পের অধীনে বিভিন্ন ব্যাঙ্কে সাধারণ মানুষ জনধন অ্যাকাউন্ট খুলতে পারেন। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের মত কাজ করলেও এতে ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই।
জন ধন অ্যাকাউন্টে (PMJDY) কী কী সুবিধা পাওয়া যায়?
১) এটিতে নুন্যতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই।
২) যে কোনও ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খোলা যাবে।
৩) জন ধন যোজনার অধীনে ১০ বছরের কম বয়সী শিশুর অ্যাকাউন্টও খোলা যেতে পারে।
৪) জনধন অ্যাকাউন্টে জমা করা টাকার উপর সুদের সুবিধাও রয়েছে।
৫) এই স্কিমে অ্যাকাউন্ট খুললে আপনি Rupay ATM কার্ডের সুবিধা পাবেন।
৬) এছাড়াও ২ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা ৩০ হাজার টাকার লাইফ কভার দেওয়া হয়।
আরও পড়ুন – LIC Policy – বন্ধ হওয়া LIC-র পলিসি নিয়ে দারুণ সুযোগ দিচ্ছে LIC, কি সুযোগ পাবেন জানুন
এই অ্যাকাউন্ট জিরো ব্যালান্সই খোলা যায়। আপনার কাছে যদি এই অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি বিরাট সুবিধা পেতে চলেছেন। প্রধানমন্ত্রী জনধন (PMJDY) অ্যাকাউন্ট হোল্ডার বা গ্রাহককে ১০ হাজার টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কথাটা শুনে চমকে উঠলেন তো, কিন্তু এটাই সত্যি। যাদের এই অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা সকলেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ১০০০০ টাকা করে বিশেষ অনুদান পেতে পারেন। কিভাবে পাবেন জেনে নিন।
জনধন অ্যাকাউন্ট (PMJDY) হোল্ডাররা ১০ হাজার টাকা পাবেন কীভাবে?
জন ধন অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট সুবিধা পাওয়া যায়। এর অধীনে ব্যালেন্স না থাকলেও অ্যাকাউন্ট থেকে ১০,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে। ওভার ড্রাফট হিসেবে প্রয়োজনে জনধন অ্যাকাউন্ট Pradhan Mantri Jan-Dhan Yojana (PMJDY) হোল্ডাররা এই টাকা পাবেন।তবে যাদের জন ধন অ্যাকাউন্ট ৬ মাসের বেশি পুরানো, তারা স্বয়ংক্রিয়ভাবে ওভারড্রাফেটের সুবিধা পাবেন। এছাড়া প্রধানমন্ত্রী জন ধন যোজনার Pradhan Mantri Jan-Dhan Yojana (PMJDY) অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই ২০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফেটের সুবিধা পেতে পারেন।
জনধন অ্যাকাউন্টে আগে ৫ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাফটের সুবিধে ছিল। কিন্তু এখন তা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। দেশে প্রায় ৪৭ কোটি জনধন অ্যাকাউন্ট আছে। অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনার (PMJDY) অধীনে দেশের ৪৭ কোটি মানুষ বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন। আপনারও যদি এই জন ধন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনিও এই সুবিধা পেতে পারেন।
আরও পড়ুন – Gas Booking – মাত্র ২ মিনিটে হোয়াটসঅ্যাপে গ্যাস বুকিং করুন! বুকিং পদ্ধতিটি জেনে নিন।