SSC Recruitment 2023 – বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন সুসংবাদ। কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন স্টাফ (staff selection commission) সিলেকশন কমিশন এবার বেকার প্রার্থীদের জন্য বড় চাকরির সুযোগ নিয়ে এসেছে। স্টাফ সিলেকশন কমিশনের (SSC Recruitment) মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে কেন্দ্র সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরে প্রায় সাড়ে সাত হাজার কর্মী নিয়োগ করা হবে।
কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অব পার্সনেল পাবলিক (ministry of personnel grievance and pension department) গ্রিডেন্স অ্যান্ড পেনশন ডিপার্টমেন্টের তরফ থেকে এ বিষয়ে ইতিমধ্যেই একটি সরকারি সার্কুলার ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো শাখায় স্নাতক রাখা হয়েছে। এই নিয়োগ (SSC Recruitment) প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশদে জেনে নিন-
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন। |
মোট শূন্যপদ :- কেন্দ্র সরকারের একাধিক মন্ত্রকের অধীনে থাকা একাধিক গুরুত্বপূর্ণ দফতরে গ্রুপ বি সি আধিকারিক পদে এই নিয়োগ (SSC Recruitment) করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৭,৫০০টি, শূন্যপদগুলি হল-
1) Assistant Audit Officer
2) Assistant Accounts Officer,
3) Assistant Section Officer,
4) Inspector of Income Tax,
5) Inspector, (Central Excise),
6) Inspector (Preventive Officer,
7) Inspector (Examiner,
8) Assistant Enforcement Office,
9) Inspector,
10) Sub Inspector,
11) Executive Assistant,
12) Research Assistant,
13) Divisional Accountant,
14) Junior Statistical Officer,
15) Junior Intelligence Officer,
16) Auditor,
17) Accountant,
18) Postal Assistant / Sorting Assistant,
19) Senior Secretariat Assistant/ Upper Division Clerk,
20) Senior Administrative Assistant,
21) Tax Assistant,
আবেদনের (SSC Recruitment) শিক্ষাগত যোগ্যতা:- উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে। তবে কিছু কিছু পদের ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক পাশ হতে হবে। যেমন-
১) অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে বানিজ্য শাখায় স্নাতক হওয়ার পাশাপাশি চাটার্ড অ্যাকাউন্টস/ কস্ট অ্যাকাউন্ট / এম বি এ অথবা কোম্পানি সেক্রেটারিয়েট ডিগ্রিধারী হতে হবে।
২) জুনিওর স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্ট্যাটিস্টিক্স অথবা অঙ্ক বিষয় নিয়ে স্নাতক পাশ হতে হবে।
৩) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ন্যাশেনাল হিউম্যান রাইটস কমিশন পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রিধারী হতে হবে।
বয়স সীমা:- উল্লেখিত পদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স ০১-০১-২০২৩ এর হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে কিছু কিছু পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্ব সীমা ১৮ থেকে ৩০ অথবা ৩২ বছর পর্যন্ত রাখা হয়েছে। তবে সব পদের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন- রাজ্যে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যআতায় ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে
মাসিক বেতন:- উল্লেখিত সব পদে নিযুক্ত কর্মীকে সরকারি বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে। এর পাশাপাশি সরকারি যাবতীয় সুযোগ সুবিধা পাবেন।
আবেদন পদ্ধতি:- ১)প্রথমেই প্রার্থীকে সরকারি বিজ্ঞপ্তিতে দেওয়া স্টাফ সিলেকশন কমিশনের (https://ssc.nic.in) ওয়েব সাইটে ঢুকে নিজের নাম, ইমেল (email Id ) আই ডি সহ পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফর্ম ডাউন লোড করতে হবে।
২) এরপর ওই ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের যাবতীয় তথ্য যেমন, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ফোন নম্বর সবই আপলোড করতে হবে।
৩) বর্তমান সময়ের নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আঁধার কার্ড এবং ভোটার কার্ড দিতে হবে।
৪) এছাড়াও প্রার্থীকে নিজের নাম সই করে তা স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
৫) আবেদন পত্রটি সাবমিট হয়ে গেলে তার একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দিতে হবে। পরে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড তুলে নেওয়ার জন্য কাজে লাগবে।
আবেদন ফী :- সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফী জমা করতে হবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী লাগবে না।
নিয়োগ পদ্ধতি:- উল্লেখিত পদগুলিতে নিয়োগের (SSC Recruitment) ক্ষেত্রে আবেদকারী প্রার্থীদের প্রথমে কম্পিউটারে অনলাইনে লিখিত পরীক্ষা এবং পরে ইন্টারভিউ দিতে হবে। এছাড়াও আবেদনকারীর জমা দেওয়া ডকুমেন্টস বা নথি ভেরিফিকেশনের পর চূড়ান্ত পর্যায়ের প্রার্থী বাছাই করা হবে। সব শেষে উত্তীর্ণদের নিয়োগ পত্র দেওয়া হবে।
রাজ্য তথা দেশে বেকারত্বের সংখ্যা বাড়ার কারনে বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকার কয়েক কোটি বেকার যুবক যুবতীকে কর্মসংস্থানের দিশা দেখানোর আপ্রান চেষ্টা চালাচ্ছে। সেই লক্ষ্যেই চাকরি প্রার্থীদের জন্য বড় চাকরির সুযোগ এনে দিল কেন্দ্র সরকার। আপনিও যদি গ্র্যাজুয়েট বা স্নাতক হন তাহলে এই নিয়োগের খবরটি আপনার জন্য বিশেষ খুশির খবর।
আরও পড়ুন- কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ১৩ হাজার শুন্যপদে GDS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন। |