Free Ration Scheme – সামান্য ভুলের কারণে জুলাই মাস থেকে আপনার ফ্রি রেশন বন্ধ (Free Ration Scheme) হয়ে যেতে পারে! অতিমারি করোনার সময় লকডাউনের জেরে কোটি কোটি মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে গিয়েছিল। রোজগার বন্ধ হওয়ার কারনে অনেকের পক্ষে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছিল। তাই সেই সময় জনসাধারণের মুখে খাবার তুলে দেওয়ার জন্য রেশন দোকানে সম্পূর্ণ বিনামূল্যে (Free Ration Scheme) চাল ও আটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কেন্দ্র ও রাজ্য উভয় সরকার মিলে বিনামুল্যে রেশনে (Free Ration Scheme) চাল গম দেয়।
বিনামুল্যে রেশন দেওয়ার ফলে ৮০ কোটিরও বেশি ভারতবাসী উপকৃত হয়েছেন। রাজ্য সরকার এখনও বিনামূল্যে রেশনের মাধ্যমে ভারতবাসীদের কাছে খাদ্যশস্য পৌঁছে দিচ্ছে। কিন্তু কেন্দ্র সরকারের তরফে বিনামুল্যে রেশন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে রেশন ব্যবস্থায় নজরদারি বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। কারণ দেখা গিয়েছে বহু রাজ্যেই ভুয়ো রেশন কার্ডে খাদ্যশস্য তোলা হচ্ছে। ভুয়ো রেশন কার্ডের কারণে ভর্তুকির খাদ্যশস্যের বেহিসেবি খরচ হচ্ছে। তাই এবার এই বেহিসেবি খরচের রাশ টানছে কেন্দ্রীয় সরকার।
ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করার জন্য রেশন কার্ডের সঙ্গে আধার (Aadhar Ration Card Link) সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার প্রথমে ঘোষণা করেছিল মার্চ মাসের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্কের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে হবে। রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর ( Aadhaar Card) লিঙ্কের নির্দেশ দিলেও এখনও বহু রেশন গ্রাহক সেই কথা শোনেননি। তাই পরে তা আরও তিন মাসের জন্য বাড়ানো হয়েছে।
কেন্দ্রীয় সরকার নতুন নির্দেশিকা জারি করে পরিষ্কার জানিয়ে দিয়েছে ৩০ জুনের মধ্যে ভারতের প্রতিটি রেশন কার্ড হোল্ডারকে নিজের ডিজিটাল রেশন কার্ডকে আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করতেই হবে। উক্ত সময়ের মধ্যে লিংক না হলে ১ জুলাই থেকে সংশ্লিষ্ট ব্যক্তির রেশন কার্ড ব্লক করে দেওয়া হবে। তিনি আর রেশন থেকে কোনও খাদ্যশস্য (Free Ration Scheme) পাবেন না।
আরও পড়ুন – Trade License – বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন কিভাবে? জেনে নিন।
অনলাইনে আধার-রেশন (Free Ration Scheme) সংযুক্তিকরণ করবেন কিভাবে।
১) সবার প্রথমে https://food.wb.gov.in/ – এই নিঙ্কে ক্লিক করে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের ওয়েবসাইটে যেতে হবে।
২) আধার নম্বর লিঙ্ক করার জন্য খাদ্য দফতরের যে পেজে আছেন সেখানেই পাশে থাকা Do E-KYC অপশনে ক্লিক করুন।
৩) নতুন একটি পেজ খুলবে। সেখানে Link Aadhaar with Deactivated/Newly Approved Cards অপশনে ক্লিক করুন।
৪) সেখানে নতুন যে পেজ আসবে তাতে আপনার রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করুন। এরপর সার্চ অপশনে ক্লিক করতে হবে।
৫) এবার Link Aadhaar and Mobile no. অপশনে ক্লিক করুন। এর পরবর্তী ধাপ হিসেবে Send OTP অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরে যে OTP আসবে সেটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে Submit করুন।
৬) এরপর ভেরিফাই অপশন আসবে, সেখানে গিয়ে সমস্ত তথ্য একবার চেক করে নিন।
৭) এবার Verify and Submit অপশন ক্লিক করলেই রেশন কার্ডটি Active হয়ে যাবে।
অফলাইনে যেভাবে লিংক করাবেন।
সমস্ত নথির প্রত্যয়িত নকল নিয়ে রেশন অফিসে যেতে হবে। সেখানে গিয়ে আধারের সঙ্গে রেশন কার্ডের লিংক করাতে পারবেন। লিংক হয়ে গেলে একটি এসএমএস আসবে। এই সহজ পদ্ধতির মাধ্যমে রেশন কার্ড আধার লিংক করে নিন। প্রতারণা ও ভুয়ো রেশন কার্ড রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রেশন কার্ডের সঙ্গে আধার লিংক করা হলে কোনও ব্যক্তির নামে একাধিক রেশন কার্ডের জালিয়াতি রোধ করা যাবে। মৃত ব্যক্তির নামে থাকা রেশন কার্ডও বাতিল (Free Ration Scheme) হয়ে যাবে। সেই সঙ্গে উচ্চ আয়ের ব্যক্তিদেরও সহজে সনাক্ত করা যাবে। এর ফলে ভর্তুকির (Free Ration Scheme) অপচয় যেমন রোধ হবে, তেমনি রাজকোষের টাকাও বাঁচবে।
বর্তমানে ডিজিটাল ভারত গড়ার প্রক্রিয়া চলছে। সেখানে আধার কার্ড, প্যান কার্ডের মতই সমান গুরুত্বপূর্ণ ডিজিটাল রেশন কার্ড। এই ডিজিটাল রেশন কার্ডও এখন অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হয়ে উঠেছে। ভারতবর্ষে প্রায় ৯০ কোটি ডিজিটাল রেশন কার্ড আছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ডিজিটাল রেশন কার্ডের সংখ্যা ৯ কোটির বেশি। ডিজিটাল রেশন কার্ডের (Free Ration Scheme) সঙ্গে আধার নম্বর লিঙ্কের কারণ হল ভুয়ো রেশন কার্ড বাতিল করা। আর যাদের সত্যিই রেশন ব্যবস্থার (Free Ration Scheme) প্রয়োজন আছে সেই নিম্নবিত্ত ও দরিদ্র সীমার নিচে থাকা মানুষদেরই কাছে আরও বেশি করে রেশনের মাধ্যমে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পৌঁছে দেওয়াই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য।
আরও পড়ুন – LPG Gas – গল্প না সত্যি, মাত্র 500 টাকায় মিলবে রান্নার গ্যাস, কিন্তু কি ভাবে জানুন বিস্তারিত।